ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি কর্মকর্তাদের সার্বক্ষণিক প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৪ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতোমধ্যে ‘দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ মনিটরিং সেল’ নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মনিটরিং সেল খোলা হয়েছে।
ইহসানুল করিম বলেন, মাঠপর্যায় থেকেও তথ্য নিচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও দপ্তরকে সার্বক্ষণিক বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দিচ্ছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ মনিটরিং সেলের’ হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। নম্বরগুলো হলো ০১৭৬৯-০১০৯৮৬, ০২-৫৫০২৯৫৫০ ও ০২-৫৮১৫৩০২২। ফ্যাক্স নম্বর ০২-৯১০২৪৬৯।