প্রকাশিত: ০৮/১১/২০১৬ ৪:২৭ পিএম

উখিয়া নিউজ ডটকম::rab20161108161335

চকরিয়ার মছনিয়াকাটা গ্রাম থেকে তিন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ২টি ওয়ান শ্যুটার গান, ১টি একনলা বন্দুক এবং ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

সোমবার রাতে ওই গ্রামের একটি দোকানের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসব উদ্ধার করা হয়।

গ্রেফতার তিনজন হলেন, মৃত গুরা মিয়ার ছেলে মো. ইলিয়াছ (৩৫), মৃত আব্দুল্লাহর ছেলে জয়নাল আবেদীন (৩৫) ও আবুল হাশেমের ছেলে মোহাম্মদ আলী।  এরা সবাই একই উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ জানান, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত