ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজারের চকরিয়া থেকে ১১টি আগ্নেয়াস্ত্র ও ২১ রাউন্ড কার্তুজ সহ ১১ মামলার আসামী মহেশখালীর শীর্ষ সন্ত্রাসী ফজল কাদের (৪৪) কে
গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার ভোর রাতে চকরিয়ার শাহরিয়া পাড়ায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ফজল কাদের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের মুহুরী ঘোনা এলাকার মোহাম্মদ হোছাইনের পুত্র।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এএসপি মো. শরাফত ইসলাম জানান, চট্রগ্রামস্থ র্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের
ভিত্তিতে চকরিয়ার শহরিয়া পাড়ায় অভিযান চালায়। অভিযানে মহেশখালী শীর্ষ সন্ত্রাসী ফজল কাদেরকে ১ টি ওয়ান শ্যুটার সহ গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তার দেখানো মতে রাস্তার পাশে লুকিয়ে রাখা ৭টি এসবিবিএল, ৩টি ওয়ান শ্যুটার গান, ২১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এএসপি শরাফত জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এসব অবৈধ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ রাখার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে মহেশখালী ও চকরিয়া থানায়
হত্যা, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজী সহ ১১টি মামলা রয়েছে।
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে চকরিয়া থানায় সোপর্দ করা হবে।
পাঠকের মতামত