চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নে ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে নানাভাবে উত্যক্ত সহ ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এনিয়ে ছাত্রীর মা হাছিনা বেগম বাদী হয়ে গতকাল ২৮সেপ্টেম্বর চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানাগেছে, উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বমুরকুল গ্রামের বদিউল আলমের মেয়ে (নাম প্রকাশ করা হয়নি, জন্ম তারিখ ১৮নভেম্বর’২০০৩ইং) স্থানীয় ২৫নং বমু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে লেখাপড়া করে। প্রতিদিন স্কুলে যাওয়া আসার পথে স্থানীয় একই এলাকার সোলতান আহমদের পুত্র গোলাম মোস্তফা প্রকাশ বাপ্পী (২২) বেশ কিছুদিন ধরে নানাভাবে উত্যক্ত করে আসছে। এমনকি প্রেম নিবেদন সহ বিয়ের প্রস্তাব দিয়ে যাচ্ছে। ফলে মেয়ের অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় লেখা-পড়া বন্ধ করে দেওয়ার উপক্রম দেখা দিয়েছে। সর্বশেষ গত ২৪সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে ওই ছাত্রী স্কুল থেকে বের হয়ে বাড়ি ফিরলে বাড়ি কেউ না থাকার সুযোগ নিয়ে বখাটে গোলাম মোস্তফা প্রকাশ বাপ্পী অতর্কিতভাবে বাড়ি ঢুকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। স্কুল ছাত্রী মেয়ের চিৎকারে আত্মীয় স্বজন সহ প্রতিবেশিরা এগিয়ে আসলে বখাটে গোলাম মোস্তফা পালিয়ে যায়। বিষয়টি স্থানীয় স্থানীয় বমুবিলছড়ি ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সুষ্টু বিচারের আশায় অবহিত করেন। সর্বশেষ গতকাল ২৮সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বখাটের গ্রেফতার ও শাস্তি চেয়ে লিখিত অভিযোগ করেন। তিনি থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।