প্রকাশিত: ১৩/০৮/২০১৬ ৮:৫৪ পিএম

নিউজ ডেস্ক::

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ৬ হাজার ৪’শ পিস ইয়াবাসহ মো. কায়সার (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। কায়সার কক্সবাজারের টেকনাফ উপজেলার শিলি বুনিয়া পাড়ার আহমেদ হোসাইনের ছেলে। নগরীর চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি এলাকায় শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

চান্দগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় সাহা  বলেন, রাত আড়াইটার দিকে সিএন্ডবি রাস্তার মোড় এলাকায় টহলরত পুলিশ কায়সারকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬ হাজার ৪’শ পিস ইয়াবা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কায়সার পুলিশ জানায়, সে টেকনাফ থেকে ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম নগরীতে নিয়ে আসে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

পাঠকের মতামত

আজহারীর পরবর্তী মাহফিল যে স্থানে

সিলেটে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।আগামীকাল বৃহস্পতিবার আনজুমানে খেদমতে কুরআন আয়োজিত ৩৬তম তাফসিরুল ...