বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
চট্টগ্রামে ২০ কোটি টাকার ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার
প্রকাশিত - অক্টোবর ৬, ২০১৬ ৯:৪৭ পিএম
নিউজ ডেস্ক::
পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা থেকে বিশ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। বুধবার গভীর রাতে র্যাব-৭ চট্টগ্রামের কমান্ডিং অফিসার লে. কর্নেল মিফতা উদ্দিন আহমদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭ মাঝি মাল্লাকেও পাকড়াও করে র্যাব। দীর্ঘদিনের নিবিড় পর্যবেক্ষণ ও গোয়েন্দা অনুসন্ধানে র্যাব জানতে পারে মিয়ানমার এবং এ দেশীয় চোরাচালানীদের আনোয়ারার গহিরা ভিত্তিক বেশ কয়েকটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র মাছের ব্যবসার আড়ালে ইয়াবার চালান চট্টগ্রামে নিয়ে আসে। গহিরার একটি মাদক সিন্ডিকেট ফিশিং ট্রলারের অন্তরালে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রামে নিয়ে আসছে - উক্ত তথ্যের ভিত্তিতে চৌকস আভিযানিক দল চট্টগ্রামের পতেঙ্গা গভীর সমুদ্র এলাকায় টহল শুরু করে। টহলের এক পর্যায়ে গভীররাতে সমুদ্রে ১ টি ফিশিং ট্রলারের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ট্রলারটিকে থামানোর সংকেত দেয়। কিন্তু ট্রলারটি না থামিয়ে গভীর সমুদ্রের দিকে পালিয়ে যেতে থাকে। পরিস্থিতি বিবেচনায় র্যাবের আভিযানিক দলটি পলায়নরত ট্রলারকে ধাওয়া করে এবং ট্রলারটিকে আটক করে চট্টগ্রামে নিয়ে আসা হয়। পরে খাজা আজমির-২ নামে ওই ট্রলার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার কর হয়। আটককৃতরা হলো আবদুল হামিদ, সনসু আলম, আলতাছ, বদি আলম, জসিম উদ্দিন, আকতার কামাল ও নাছির। আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত ইয়াবার মালিক মোঃ আব্দুল মালেক (৩৫) মোঃ আব্দুল খালেক (৩৮)। তারা আনোয়ারারা রায়পুর গ্রামের বাসিন্দা। তাদের অপর সহযোগী হলো , মোঃ আনোয়ার হোসেন (৪৫)।
Daily Inqilab
Copyright © 2025 UkhiyaNews.Com. All rights reserved.