
কনক বড়ুয়া,উখিয়া::
১৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টায় অনুষ্টিত চট্টগ্রাম আবহনী বনাম ঢাকা মুক্তিযোদ্ধা ক্লাবের ফুটবল ম্যাচে ৩ গোল করে হ্যাট্রিক করলেন কক্সবাজার জেলাস্থ উখিয়ার কৃতি ফুটবলার শেখ জামাল। এটি ছিল শেখ জামালের চট্টগ্রাম আবহনী ক্লাবের হয়ে অভিষেক ম্যাচ।
“শেখ জামাল” নাম। বয়স আঠারো। তার বাবা উখিয়ার হলদিয়া পালংয়ের আওয়ামীলীগ নেতা নজির আহম্মদ। নজির আহম্মদের আট সন্তানের মধ্যে শেখ জামাল তৃতীয় সন্তান। পর্যটন নগরী কক্সবাজার জেলাস্থ উখিয়ার মরিচ্যা গ্রামের কৃতি সন্তান শেখ জামাল।
উখিয়া উপজেলার কৃতি ফুটবলার এই শেখ জামাল। ছোট বেলা থেকে তার ধ্যান, জ্ঞান ও প্রেম ছিল শুধু ফুটবল জুড়ে। উপজেলা থেকে কক্সবাজার জেলা পর্যন্ত ফুটবল খেলে সাড়া জাগিয়েছে শেখ জামাল।
উল্লেখ্যঃ সদ্য চট্টগ্রাম আবহনী ক্লাব অনুর্ধ ১৮ তে খেলার ডাক পেয়েছে উখিয়ার এই কৃতি ফুটবলার শেখ জামাল।###
পাঠকের মতামত