চট্টগ্রাম–কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতিসহ বিভিন্ন দাবিতে রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে স্মারকলিপি দিয়েছেন পটিয়া পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সহ সভাপতি মো. আইয়ুব বাবুল।
গত মঙ্গলবার রেল মন্ত্রীকে দেয়া স্মারকলিপিতে তিনি, চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে লোকাল ট্রেন চালু, পটিয়া ডেমু ট্রেন, দোহাজারী ডেমু ট্রেন চালুকরণসহ ঢাকা–কক্সবাজার ও কক্সবাজার–ঢাকাগামী দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতির জন্য এ দাবি জানান।
স্মারকলিপি প্রদানের পর রেলমন্ত্রী ঈদ উপলক্ষে চট্টগ্রাম–কক্সবাজার স্পেশাল ট্রেন স্থায়ীকরণের আশ্বাস প্রদান করেন এবং অন্যান্য দাবিগুলো বিবেচনা করে পটিয়া রেল স্টেশনে বিভিন্ন ট্রেনের যাত্রা বিরতিসহ বিভিন্ন দাবিগুলো বিবেচনা করার আশ্বাস প্রদান করেন।
মেয়র আইয়ুব বাবুল বলেন, বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধসহ দেশের গৌরবময় অর্জনে পটিয়ার ব্যাপক অবদান রয়েছে। এখানকার প্রচুর মানুষ প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আসা যাওয়া করেন। যার কারণে হাজারো মানুষকে প্রতিদিন পরিবহন সংকটে দুর্ভোগ পোহাতে হয়। দূরপাল্লার ট্রেনসহ বিভিন্ন ট্রেনগুলো নিয়মিত পটিয়া রেল স্টেশনে যাত্রা বিরতি করলে যাত্রীদের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে। তিনি চট্টগ্রাম–কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতির দাবি জানান । এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আ.লীগের অর্থ ও পরিকল্পনা কমিটির সদস্য তছলিম উদ্দিন রানা, দক্ষিণ জেলা কৃষক লীগের সহ সভাপতি সৈয়দ নুরুল আবছার, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল আলম, পটিয়া বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি আবদুল জলিল প্রমুখ।
পাঠকের মতামত