চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ঠাকুরদিঘি এলাকায় লবণবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতের নাম সাইফুদ্দিন জামিল (২৬)। তিনি পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হুলাইন ছালেহ আহমদ চৌধুরী বাড়ির মোহাম্মদ ইউনুসের ছেলে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় রেজাউল করিম ফাহিম (২৪) নামে একজন আহত হন।। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতলে ভর্তি করা হয়েছে।
জানা যায়, দুই বন্ধু কক্সবাজার থেকে বাড়ি ফেরার পথে সাতকানিয়া উপজেলার ঠাকুরদিঘি এলাকায় দুর্ঘটনায় পতিত হন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা ঘটনা নিশ্চিত করে বলেন, এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গাড়ি জব্দ করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।