দুর্ঘটনার কবলে পড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়িবহরের একটি গাড়ি। তবে এতে কেউ হতাহত হননি।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাসনাত ও সারজিস চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করতে চুনতি ফারাঙ্গা এলাকায় যান। তাদের গাড়িবহরে ১২টি মোটরসাইকেল, দুটি প্রাইভেটকার ও একটি পাজেরো ছিল। ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি হাজী রাস্তার মাথায় বহরের গাড়িগুলো গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে উঠছিল। প্রথমে ১২টি মোটরসাইকেল ও পাজেরো গাড়িটি মহাসড়কে ওঠে। ওই পাজেরো গাড়িতে ছিলেন হাসনাত ও সারজিস। পরে একটি প্রাইভেটকার মহাসড়কে উঠতেই চট্টগ্রামমুখী একটি ট্রাক গাড়িটির সামনের অংশে ধাক্কা দেয়। এতে কারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বহরে থাকা মোটরসাইকেল আরোহীরা ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করে।
লোহাগাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলিম সমকালকে বলেন, আটক ট্রাকচালক মুজিবর রহমান (৪০) ও তার সহকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুর্ঘটনার পর পুলিশ পাহারায় সারজিস ও হাসনাতকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।