ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৫/২০২৪ ৩:১১ পিএম

শুক্রবার (১০ মে) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কবলে পড়া এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

বিমানটি পরে রানওয়েতে অবতরণ করে এবং সেখান থেকে সরিয়ে নেওয়ার আগে প্রায় ১২ মিনিট আটকে থাকে। ফ্লাইটে থাকা ১৯৮ জন যাত্রী ও ক্রুকে পরে নিরাপদে নামিয়ে আনা হয়।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম উদ্দিন বলেন, শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটটি সকাল ৭টা ৪০ মিনিটে ১৯১ জন যাত্রী ও সাতজন ক্রু নিয়ে বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

তিনি বলেন, বিমানটির হাইড্রোলিক ফ্লুইড ট্যাংক খালি হয়ে যাওয়ায় ব্রেক এবং ল্যান্ডিং গিয়ার কাজ করছিল না। খবর পেয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং নিরাপদে অবতরণে সাহায্য করেছি।

“বিমানটি প্রায় ১২ মিনিট আটকে ছিল। তবে যাত্রী ও ক্রুদের পরে নিরাপদে নামিয়ে আনা হয়েছে”। আজ সন্ধ্যার পর ফ্লাইটটি শারজাহ ফিরে যাবে বলে বিমান বন্দরের পরিচালক জানান।

পাঠকের মতামত

আজহারীর পরবর্তী মাহফিল যে স্থানে

সিলেটে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।আগামীকাল বৃহস্পতিবার আনজুমানে খেদমতে কুরআন আয়োজিত ৩৬তম তাফসিরুল ...