ডেস্ক রিপোর্ট ::
মিয়ানমারে উত্তরাঞ্চলের রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ এক রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মারা গেছেন। শনিবার সকাল ৮টার দিকে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যে কর্তব্যরত চিকিৎসক মুসা (২২) নামে ওই রোহিঙ্গাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানান, সীমান্ত দিয়ে অনেক রোহিঙ্গা চিকিৎসা নেওয়ার জন্য বাংলাদেশে আসছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জহির জানান, এলাকাবাসী মুসা ও মুক্তার নামে দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় সকাল ৮টার দিকে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক কিছুক্ষণের মধ্যে মুসাকে মৃত ঘোষণা করেন। মুক্তার চমেক হাসপাতালের ২৪ নম্বর বেডে চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবার মধ্যরাতে মিয়ানমারের রাখাইনে পুলিশ পোস্টে হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৭৭ রোহিঙ্গা বিদ্রোহী নিহত হয়েছেন। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর ১২ সদস্যও নিহত হন। নিহত বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে।