ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিখোঁজ ছয় শিক্ষার্থীর সন্ধান পেয়েছে পুলিশ। আজ বুধবার সকালে এসব তথ্য জানিয়েছেন হাটহাজারী মডেল থানার পুলিশ প্রশাসন। তবে তদন্তের স্বার্থে এসব শিক্ষার্থীর নাম প্রকাশ করতে রাজি হননি পুলিশ। জানা গেছে, দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় চবি কর্তৃপক্ষের কাছে নিখোঁজ শিক্ষার্থীদের একটি তালিকা চায় হাটহাজারী পুলিশ প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে প্রতি বিভাগ ও ইনস্টিটিউটে শ্রেণী কক্ষে ১০ দিন অনুপস্থিত থাকলে শিক্ষার্থীদের নিখোঁজ তালিকায় দেখানো হবে বলে জরুরি নোটিশ দেওয়া হয়। নির্দিষ্ট সময় শেষে সকল বিভাগ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ছয় নিখোঁজ শিক্ষার্থীর তালিকা পুলিশের কাছে দেয় চবি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দর্শন বিভাগের একজন, প্রাণিবিদ্যা বিভাগের এক ছাত্রী, ফার্মেসি বিভাগের দুইজন এবং ফলিত পদার্থবিদ্যা বিভাগের দুইজন দীর্ঘদিন ক্লাসে অনুপস্থিত থাকায় এবং তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেও কোন খোঁজখবর না পাওয়ায় বিভাগ কর্তৃপক্ষ তাদের নাম নিখোঁজ তালিকায় দেয়। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মুজিবুর রহমান বলেন, ‘অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে অনেকের খোঁজ মিলেছে। তবে তদন্তের খাতিরে কারো নাম প্রকাশ করা যাচ্ছে না। এখনো যাচাই বাছাই চলছে।’ আমাদের সময়
রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। সবশেষ সকাল ...
পাঠকের মতামত