প্রকাশিত: ২৪/০৯/২০১৬ ৭:৫০ এএম

dipzol_25768_1474629143চলচ্চিত্রে খল চরিত্রে নতুন ধারা নিয়ে এসেছিলেন মনোয়ার হোসেন ডিপজল। শাকিব ও অপু বিশ্বাসকে জুটি করে তিনিই প্রথম বিগ বাজেটের ছবি ‘কাবিননামা’ নির্মাণ করেন। এরপর থেকেই শাকিব-অপু হাঁটতে থাকে নতুন পথে।

নিজের প্রযোজনায় ডিপজলও উপহার দিতে থাকেন ভালো ভালো ছবি। এর ফলে বদলে যায় সিনেমাপাড়ার চিত্র।

চলচ্চিত্র শিল্পের এ নায়ক নানা কারণে চলচ্চিত্র থেকে দূরেই সরে পড়েছেন। নতুন কোনো ছবিতে অভিনয় করছেন না। প্রযোজনা কিংবা পরিচালনাও নেই। তবে নতুন খবর হচ্ছে এবার চলচ্চিত্রে আসছেন তার কন্যা ওলিজা মনোয়ার। তবে পরিচালক হিসেবে দেখা যাবে তাকে।

জানা গেছে, ওলিজা নির্মিত প্রথম ছবি হবে ভৌতিক গল্প নিয়ে। এরই মধ্যে ছবিটির গল্প লেখার কাজও শুরু হয়েছে। গল্প লিখছেন ছটকু আহমেদ। চলতি বছরের মধ্যেই ছবিটির শুটিং শুরু করার কথা রয়েছে।

তবে ডিপজলকন্যা ওলিজা বিদেশ থাকায় তার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি। ওলিজা মনোয়ার লন্ডনে রূপসজ্জা বিষয়ে পড়াশোনা করছেন।

তবে মেয়ের চলচ্চিত্র পরিচালনার বিষয়টি ডিপজল নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...