উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০১/২০২৫ ৩:০৯ পিএম

কক্সবাজারে আলোচিত খুলনার সাবেক ওয়ার্ড কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুর হত্যায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।

গতকাল মৌলভীবাজারের জুড়ি থানার পাহাড়ি চা বাগান এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ারের নেতৃত্বে কক্সবাজার জেলা পুলিশের একটি টিম। পরে তাদের সেখান থেকে নিয়ে এসে কক্সবাজারের একটি হোটেল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়স্ত্রটি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, শাহরিয়ার ইসলাম পাপ্পু, গোলাম রসুল ও হত্যাকাণ্ডের দিন টিপুর সঙ্গে হোটেলে অবস্থান করা নারী ঋতু।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার রহমত উল্লাহ জানান, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরেই খুন হন খুলনার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও খুলনা মহানগর সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি গোলাম রাব্বানী টিপু। পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা শহিদুল ইসলাম হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড হয়। আটক শাহরিয়ার ইসলাম পাপ্পু কাউন্সিলর টিপুকে গুলি করে হত্যা করে। শাহরিয়ার ইসলাম পাপ্পু ছিলেন নেতা হুজি শহিদুল ইসলামের ভাতিজা। এই ঘটনায় গুলি করেন শাহরিয়ার ইসলাম পাপ্পু নিজেই এবং কাউন্সিলর টিপু শাহরিয়ার ইসলাম পাপ্পুর চাচা নেতা হুজি শহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন। ১০ বছর পর চাচা হত্যার প্রতিশোধ নিতে ভাতিজা পাপ্পু টিপুকে গুলি করে হত্যা করে।

পুলিশ সুপার আরও বলেন, কাউন্সিলর টিপুকে হত্যার জন্য কক্সবাজারকে উপযুক্ত প্লেস মনে করে খুনিরা। টিপুর সঙ্গে থাকা নারী ঋতুকে টোপ হিসেবে ব্যবহার করে। ঋতু টিপু সম্পর্কে সব তথ্য খুনিদের আদান-প্রদান করে। আরেক আসামি গোলাম রসুল ছিলেন শাহরিয়ার ইসলাম পাপ্পুর সহযোগী। এই মামলা আমরা গভীরভাবেই তদন্ত করছি।

এই ঘটনায় তিনজনকে আদালতে প্রেরণের কথা জানান পুলিশ সুপার রহমত উল্লাহ। এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে কক্সবাজার সমুদ্র সৈকতে গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা

পাঠকের মতামত

তারাবিহ পড়াতে সৌদি আরবে যাচ্ছেন বাংলাদেশি হাফেজ আহমাদ

বাংলাদেশের হাফেজদের বিদেশের মাটিতে আলাদা গুরুত্ব রয়েছে। সেই ধারাবাহিকতায় এবারও দেশের বাইরে তারাবিহ পড়াবেন বাংলাদেশের ...

কক্সবাজারে ‘পরিবেশবান্ধব’ দাবি করে পরিবেশ ধ্বংসের কার্যক্রম

ইব্রাহিম খলিল মামুন, কক্সবাজার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের প্যাঁচার দ্বীপ সৈকতে মারমেইড বিচ রিসোর্টের অবস্থান। ...

চাকরি দিচ্ছে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশে

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় কান্ট্রি অফিসে ...