বহুল প্রত্যাশিত কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে চালু হচ্ছে পর্যটক জাহাজ। সুতরাং সেন্টমার্টিন যেতে হলে আর টেকনাফে যেতে হবে না। আরএ বছরের ফেব্রুয়ারি থেকেই ওই জাহাজে যাওয়া যাবে দেশের একমাত্র প্রবাল দ্বীপে।জানা যায়,কর্ণফুলী শিপ বিল্ডার্স ওই জাহাজটি চালু করতে যাচ্ছে। কক্সবাজার থেকে সেন্টমার্টিনের জাহাজ সার্ভিসটি পরিচালনা করবে কর্ণফুলী শিপ বিল্ডার্স লি.।ও-ই শিপের পরিচালনায় সার্বিক সহযোগীতায় থাকছে ফারহান এক্সপ্রেস ট্যুরিজম। প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ফেব্রুয়ারির প্রথমেই জাহাজটি উদ্বোধন করা হবে। তবে জাহাজটির ভাড়া এখনো নির্ধারনকরা হয়নি।
উল্লেখ্য যে, খুলনা থেকে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়। সার্ভিসটি চালু হলে সুন্দরবনের সৌন্দর্যের পাশাপাশি ভোলা-হাতিয়া-নিঝুমদ্বীপ-কুতুবদিয়া-পতেঙ্গা-মহেশখালী-কক্সবাজার-ইনানী ও টেকনাফের দৃশ্যও উপভোগ করা যাবে।
বিশ্বের দীর্ঘতম শরণার্থী ক্যাম্প কক্সবাজারের উখিয়ায়। এখানে শিল্প কারখানা ও শিশুদের বিনোদন কেন্দ্র শিশুপার্ক নেই। ...
পাঠকের মতামত