নিউজ ডেস্ক::
গতবার আসর শেষেই গুঞ্জন শোনা যাচ্ছিল, বদল হচ্ছে চিটাগাং ভাইকিংসের মালিকানা। আগের দু’বারের ফ্র্যাঞ্চাইজি ডিবিএল গ্রুপের হাতে চট্টগ্রাম ভাইকিংসের মালিকানা থাকবে না। শুধু এমন গুঞ্জনই নয়। তার বদলে চট্টগ্রাম মহানগরের মেয়র ও বিসিবির সহসভাপতি আ জ ম নাছিরই হবেন পরবর্তী ফ্র্যাঞ্চাইজি মালিক- এমন কথাও ভেসে বেড়িয়েছে। অবশেষে সে গুঞ্জন সত্য হতে যাচ্ছে। সম্ভবত চিটাগাংয়ের নতুন ফ্র্যাঞ্চাইজি হতে যাচ্ছেন আ জ ম নাছির। সঙ্গে চট্টগ্রাম তথা দেশের ক্রিকেটের আরেক উজ্জ্বল নক্ষত্র আকরাম খান। ভিতরে ভিতরে ভিতরে ফ্র্যাঞ্চাইজি বদলের কাজ প্রায় চূড়ান্ত। আগামী সপ্তাহে (২১ মে’র মধ্যে) হয়তো আনুষ্ঠানিক ঘোষণাও আসবে। এদিকে বিসিবির উচ্চপর্যায়ের একটি নির্ভরশীল সূত্র নিশ্চিত করেছে, সত্যি সত্যিই ফ্র্যাঞ্চাইজি বদল হতে যাচ্ছে। বোর্ড পরিচালক ও সম্ভাব্য নতুন মালিকের একজন আকরাম খান নিজেই আজ জাগো নিউজকে দিয়েছেন এমন তথ্য। সোমবার বিকেলে জাগো নিউজের সাথে আলাপকালে আকরাম খান জানান, ‘হ্যাঁ ফ্র্যাঞ্চাইজি বদলের প্রক্রিয়া চলছে। বলতে পারেন, ৭০ ভাগ প্রক্রিয়া শেষও হয়ে গেছে। নাছির ভাই (চট্টগ্রাম মহানগরীর মেয়র) নতুন মালিক। এখন পর্যন্ত মালিকানা বদল প্রায় নিশ্চিত।’ এটুকু বলেই শেষ করেননি আকরাম খান। তার দেয়া তথ্য অনুযায়ী আ জ ম নাছিরের সাথে তিনিও থাকছেন। তাই তো মুখে এমন কথা, ‘নাছির ভাইয়ের সাথে আমিও আছি। আশা করছি ২০ থেকে ২১ মে’র মধ্যে আনুষ্ঠানিক ঘোষণাও আসবে।’ আগেই জানা, বোর্ড পরিচালকদের কেউ সরাসরি কোন দলের মালিক বা ফ্র্যাঞ্চাইজি হতে পারবেন না। তাহলে সহসভাপতি আ জ ম নাছির ও পরিচালক আকরাম খান কী করে মালিক হবেন? এ প্রশ্ন উঠেছে, উঠবেও। তবে ভিতরের খবর, তারা দুজন সরাসরি মালিক বা ফ্র্যাঞ্চাইজি হবেন না। তাদের নামে মালিকানা স্বত্বও থাকবে না। তবে তাদের খুব কাছের জনই হবেন চিটাগাং ভাইকিংসের পরবর্তী ফ্র্যাঞ্চাইজি। এদিকে আগামী বিপিএলে আরও কিছু সংযোজন ঘটতে যাচ্ছে। মাঝে না থাকা সিলেট বিভাগের নামে এবার আবার দল হবে। বোর্ডের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, ফ্র্যাঞ্চাইজিও মোটামুুটি নিশ্চিত। –
চ্যাম্পিয়নস ট্রফির আগামী আসর বসার কথা পাকিস্তানে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই টুর্নামেন্টের পর্দা উঠবে। তবে মূল ...
পাঠকের মতামত