প্রকাশিত: ২০/১১/২০১৬ ৯:১৪ পিএম , আপডেট: ২০/১১/২০১৬ ৯:৩২ পিএম

নিউজ ডেস্ক::

চীনের সীমান্তবর্তী মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শহর মুসেতে রোববার সংঘর্ষে দুই বেসামরিক লোক নিহত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, রোববার সকাল থেকেই সংঘর্ষ শুরু হয়। এখানে নতুন করে সংঘর্ষ বেসামরিক নেতা অং সান সু কি’র দেশব্যাপী শান্তি প্রতিষ্ঠার আশার ক্ষেত্রে আরেকটি আঘাত।

স্থানীয় এক বাসিন্দা জানান, ব্যাপক যুদ্ধের কারণে সীমান্তবর্তী চেকপয়েন্টের কাছাকাছি এলাকা থেকে লোকজন মুসে শহরে পালিয়ে আসছেন। তবে কোন কোন সংগঠনের মধ্যে যুদ্ধ হচ্ছে তা এখনও জানা যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় হাসপাতালের এক কর্মী জানান, আজ সকালে গুলিবিদ্ধ এক নারী ও এক পুরুষকে হাসপাতালের আনার পর তাদের মৃত্যু হয়। এছাড়া আরো ২৫ জন আহত হয়েছে।

মিয়ানমারের সামরিক বাহিনী ও কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ)’র মধ্যে ১৭ বছরের অস্ত্রবিরতি ভেঙে যাওয়ার পর ২০১১ সালে উভয়পক্ষ আবারো যুদ্ধে লিপ্ত হয়। তাদের মধ্যে যুদ্ধে এক লাখেরও মতো মানুষ বাস্তুচ্যুত হয়ে পার্শ্ববর্তী শান রাজ্যের বিভিন্ন এলাকায় আশ্রয় নেয়।

মুসে শহর শান রাজ্যের উত্তরাঞ্চলে অবস্থিত এবং কাচিন থেকে নগরীটি বেশি দূরে নয়। চীন ও মুসে শহর কেবল একটি নদী দ্বারাই বিভক্ত।

পাঠকের মতামত

দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রাখাইন, নতুন আশ্রয়প্রার্থীর আশঙ্কায় বাংলাদেশ

নজিরবিহীন সংকটে পড়তে যাচ্ছে প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্য। খাদ্য সরবরাহ ব্যবস্থায় উন্নতির সম্ভাবনা না থাকায় ...

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ‘বিশাল সুযোগ’ পেতে যাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা

মিসরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ ঘোষণা করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ...