আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি উখিয়া/টেকনাফে সিবিপি প্রকল্পে অ্যাসোসিয়েট অফিসার—কমিউনিটি সেন্টার (সিসি) পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান/ডিজাস্টার ম্যানেজমেন্টে বা এ ধরনের বিষয়ে বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। রোহিঙ্গা রেসপন্সে কাজের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। হিউম্যানিটারিয়ান বা উন্নয়ন সংস্থায় উইমেন ক্যাম্প ম্যানেজমেন্ট/ডেলিভারিং ইমারজেন্সি প্রোগ্রামে অন্তত এক থেকে দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। স্থানীয় ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এমএস অফিস, কোবো কালেক্ট ও এসপিএসএসের কাজে দক্ষ হতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: উখিয়া/টেকনাফ
বেতন: মাসিক মোট বেতন ৫৫,৬৩৪ টাকা। এর সঙ্গে মেডিকেল-সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স এবং মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে।