স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯/০৮/২০২২ ৭:৪৯ এএম

আগের তিন ম্যাচে ১৭ গোল। হিসাবটা বলে দেয় দারুণ ছন্দে ছিলেন প্যারিস জায়ান্ট পিএসজির তিন তারকা মেসি-নেইমার-এমবাপ্পে। তবে সেই ছন্দে পতন টেনেছে ফরাসি লিগ ওয়ানের আরেক দল মোনাকো।

উড়ন্ত পিএসজিকে মাটিতে নামিয়েছে মোনাকো।

পিএসজির সঙ্গে নিজেদের মাঠে ১-১ ড্র করেছে পয়েন্ট কেড়েছে দলটি। চলতি মৌসুমে এবারই প্রথম পয়েন্ট খোয়ালেন মেসি-নেইমার-এমবাপ্পেরা।
মোনাকোর বিপক্ষের ম্যাচে প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিনিট আগ পর্যন্তও পিএসজিকে খুঁজে পাওয়া যায়নি।

উল্টো মোনাকোর দেওয়া গোল শোধ দিতে নেইমারদের অপেক্ষা করতে হয়েছে ৭০ মিনিট পর্যন্ত।

আর শেষ মুহূর্তের সেই গোলটিও নেইমার করেছেন পেনাল্টি থেকে। আর সেই গোলটি না পেলে হারের মুখই দেখতে হতো পিএসজিকে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ইস্যুতে সবসময় উদারতা দেখিয়েছে বাংলাদেশ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সবসময় রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত বিফ্রিংয়ে এ মন্তব্য করেছেন মুখপাত্র ...

চ্যাম্পিয়নস ট্রফি আসছে বাংলাদেশে, প্রদর্শনী হতে পারে কক্সবাজারে

চ্যাম্পিয়নস ট্রফির আগামী আসর বসার কথা পাকিস্তানে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই টুর্নামেন্টের পর্দা উঠবে। তবে মূল ...