একুশ পদক পেয়ে উচ্ছ্বসিত ফুটবলার উখিয়ার রিপা
নারী ফুটবল দলসহ ১৮ জনকে একুশে পদক তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ...
আগের তিন ম্যাচে ১৭ গোল। হিসাবটা বলে দেয় দারুণ ছন্দে ছিলেন প্যারিস জায়ান্ট পিএসজির তিন তারকা মেসি-নেইমার-এমবাপ্পে। তবে সেই ছন্দে পতন টেনেছে ফরাসি লিগ ওয়ানের আরেক দল মোনাকো।
উড়ন্ত পিএসজিকে মাটিতে নামিয়েছে মোনাকো।
পিএসজির সঙ্গে নিজেদের মাঠে ১-১ ড্র করেছে পয়েন্ট কেড়েছে দলটি। চলতি মৌসুমে এবারই প্রথম পয়েন্ট খোয়ালেন মেসি-নেইমার-এমবাপ্পেরা।
মোনাকোর বিপক্ষের ম্যাচে প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিনিট আগ পর্যন্তও পিএসজিকে খুঁজে পাওয়া যায়নি।
উল্টো মোনাকোর দেওয়া গোল শোধ দিতে নেইমারদের অপেক্ষা করতে হয়েছে ৭০ মিনিট পর্যন্ত।
আর শেষ মুহূর্তের সেই গোলটিও নেইমার করেছেন পেনাল্টি থেকে। আর সেই গোলটি না পেলে হারের মুখই দেখতে হতো পিএসজিকে।
পাঠকের মতামত