প্রকাশিত: ১৩/০৬/২০১৬ ৮:০৫ এএম

নাড়াইল: নড়াইল সদর থানা ছাত্রলীগের সভাপতি আল মামুন গাজীকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে।নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাস বিশ্বাস শীর্ষ নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, তার বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। আর এজন্যই তাকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গ্রেফতারকৃত নড়াইল সদর থানা ছাত্রলীগের সভাপতি আল আমীন গাজি জেএমবির সক্রিয় সদস্য।জেএমবির কর্তৃক সারা দেশে একযোগে বোমা হামলার ঘটনায় সম্পৃক্ত থাকায় ছাত্রলীগ নেতা আল মামুন গাজী তখন গ্রেফতার হয়েছিল। ওই মামলা সে ৮ বছর জেল খেটে জামিনে বের হন। আজ সন্ধ্যায় সদর থানা পুলিশ তাকে পুনরায় গ্রেফতার করে।

পাঠকের মতামত

যে কারনে তারেক রহমানকে ধন্যবাদ দিলেন মিজানুর রহমান আজহারী

চট্টগ্রামে মাহফিলে বক্তব্যকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারী। ...