প্রকাশিত: ২৬/০৫/২০১৬ ৯:৫৯ পিএম

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরের খামারকান্দিতে এক স্কুল ছাত্রীকে প্রাইভেট পড়ানোর ছলে নিজ কক্ষে নিয়ে ভয়ভীতি দেখিয়ে নগ্ন ছবি তুলে সামাজিক গণমাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়ার ঘটনায় কথিত প্রেমিক শাহীন আলম ও প্রাইভেট শিক্ষক আবু রায়হান তাজু’র বিরুদ্ধে বুধবার রাতে ছাত্রীর পিতা মামলা দায়ের করার প্রেক্ষিতে বৃহস্পতিবার তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, শেরপুর উপজেলার খামারকান্দি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী গত ৩ বছর যাবত খামারকান্দি বাজার পাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে এবিসি কোচিং সেন্টারের মালিক শিক্ষক আবু রায়হান তাজু’র কাছে প্রাইভেট পড়ত। সেখানে পার্শ্ববর্তী জয়নগর গ্রামের আলাউদ্দিনের ছেলে শাহীন আলমও ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ত।

প্রাইভেট পড়ার এক পর্যায় গত ৫ মাস পূর্ব হতে সে ওই ছাত্রীকে মাঝে মধ্যেই কুপ্রস্তাব দিয়ে আসতো। প্রতিদিনের ন্যায় গত ১ মার্চ ছাত্রীটি ওই প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যায়। শিক্ষকের বাড়িতে কেউ না থাকায় তার শয়নকক্ষে ডেকে নিয়ে তারই সহায়তায় কথিত প্রেমিক শাহীন আলম অস্ত্রের মুখে জোরপূর্বক ওই ছাত্রীকে নগ্ন করে তাদের হাতে থাকা মোবাইল ফোনে ভিডিও করে এবং ছবি ধারণ করে।

পরবর্তীতে সে ওই ছাত্রীর নগ্ন ছবি ইন্টারনেট ছেড়ে দেয়ার হুমকী দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে ব্যার্থ হয় । এর এক পর্যায়ে লম্পটরা ওই ছাত্রীর নগ্ন ও ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়।
বিষয়টি জানাজানি হলে গোটা এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে গত বুধবার রাতে ওই ছাত্রী পিতা এনামুল হক বাদি হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)খান মোঃ এরফান বলেন, ২০১২ সালের পর্নোগ্রাফি আইনে ৮ ধারায় মামলা দিয়ে গ্রেফতারকৃত দু’জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

টিউলিপকে ক্ষমা চাইতে বললেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্রিটেনের দুর্নীতিবিরোধী ...

আমাদের সময়ের প্রতিবেদন আগে স্থানীয় নির্বাচনের বিপক্ষে অধিকাংশ দল

স্থানীয় সরকার সংস্কার কমিশনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে আলোচনা ওঠায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র ...

৭ বছর পর দেখা হচ্ছে মা-ছেলের

উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন ও ...

সৌদির আরামকো তিনবার এসেছিল, প্রধানমন্ত্রীর কার্যালয় তাদের বাধা দেয়: রাষ্ট্রদূত

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো, বাংলাদেশে বিপুল অর্থ বিনিয়োগের চেষ্টায় বারবার উদ্যোগী হলেও ...