চকরিয়া প্রতিনিধি ::
চকরিয়ায় ছিনতাইকারীরা এক গৃহবধূর স্বর্ণালংকার ও মালামাল ছিনিয়ে নিয়ে গেছে। ওই গৃহবধূর নাম রোকসানা আক্তার রুক্সি। তিনি চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং মডেল থানার সাব ইন্সপেক্টর আবু বক্কর ছিদ্দিকের স্ত্রী এবং চকরিয়া উপজেলার বেতুয়া বাজারস্থ পাহাড়িয়া পাড়ার মৃত মোহাম্মদ আলীর কন্যা।
ছিনতাইয়ের ঘটনা আঁচ করতে পেরে স্থানীয় জনতা এগিয়ে এলে ছিনতাইকারীরা তাদের ব্যবহৃত সিএনজি টেক্সিটি ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ সিএনজি টেক্সিটি জব্দ করে। তবে ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। গতকাল সোমবার বিকেল তিনটার দিকে চিরিঙ্গা-জনতা মার্কেট-বাঘগুজারা সড়কের পৌরসভার আমাইন্যারচর এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
ছিনতাইয়ের শিকার রোকসানা আক্তার রুক্সি সাংবাদিকদের জানান, তিনদিন আগে তিনি চট্টগ্রাম শহর থেকে বাপের বাড়িতে বেড়াতে আসেন। গতকাল বিকেলে বাপের বাড়ি থেকে সিএনজি অটোরিক্সায় চেপে চিরিঙ্গা পৌরশহরে আসছিলেন চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য। কিন্তু পথিমধ্যে তাকে বহনকারী অটোরিক্সার গতিরোধ করে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়। এ সময় স্থানীয় জনতা এগিয়ে এলে দুর্বৃত্তরা ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটি ফেলে পালিয়ে যায়।
এ ব্যাপারে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সমীর চন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ছিনতাইয়ের একটি ঘটনা শুনেছেন বলে জানান। তিনি বলেন, ‘ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি সিএনজি অটোরিক্সা জব্দ করে ফাঁড়িতে নিয়ে এসেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’