প্রকাশিত: ১৭/০৮/২০১৬ ৯:২৪ পিএম

malaysia1471431071আন্তর্জাতিক ডেস্ক : কর্তৃপক্ষের বরাত দিয়ে গণমাধ্যমে বলা হয়, মালয়েশিয়ার একটি তেলবাহী জাহাজ ছিনতাই হয়েছে, যা ইন্দোনিয়ার জলসীমায় অবস্থান করছে। কিন্তু এখন উভয় দেশ নিশ্চিত করেছে, ছিনতাই হয়নি, ক্রুরাই জাহাজটি মালয়েশিয়া বন্দর থেকে ইন্দোনেশিয়ায় নিয়ে গেছেন।

এর আগে মালয়েশিয়া কর্তৃপক্ষ দাবি করে, ৯ লাখ লিটার ডিজেল বহনকারী ভিয়ের হারমোনি নামে জাহাজটি সোমবার ছিনতাই হয়। মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) জানায়, জাহাজটি এখন ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপের জলসীমায় আছে।

আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ভিয়ের হারমোনি জাহাজটি সোমবার মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দর থেকে ছেড়ে আসে। ক্রু এবং জাহাজ অপারেটরদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ক্রুরা জাহাজটি ইন্দোনেশিয়ায় নিয়ে যায়।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর মুখপাত্র এদি সুসিপ্তো জানিয়েছেন, ‘আন্তঃব্যবস্থাপনা সমস্যার’ কারণে এ বিভ্রান্তি তৈরি হয়েছে। আর মালয়েশিয়া জানিয়েছে, ‘অভ্যন্তরীণ দ্বন্দ্বে’ এ সমস্যা হয়েছে।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে আলজাজিরার সাংবাদিক স্টেপ ভেয়েসেন এর আগে জানিয়েছিলেন, জাহাজটি ছিনতাই হয়েছে, না কি অন্য কিছু, তা এখনো নিশ্চিত নয়। তিনি আরো জানান, জাহাজটি ক্রুরা ইন্দোনেশিয়ার জলসীমায় নিয়ে গিয়ে থাকতে পারে। শেষ পর্যন্ত তার ধারণাই সত্যি হলো।

স্টেপ ভেয়েসেন জানান, সাধারণত সাগরে জলদস্যু বা ডাকাতরা যেভাবে জাহাজে হামলা চালায় অথবা ছিনতাই করে, এটি তেমন ধরনের নয়। জলদস্যুরা জাহাজের গতিপথ রোধ করে ছুরি, তলোয়ার, কুড়ালজাতীয় অস্ত্র নিয়ে হানা দেয় এবং তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে বাকি সব তছনছ করে পালিয়ে যায়। এক্ষেত্রে তেমন কিছু হয়নি।

পাঠকের মতামত

ভারতের সীমান্তঘেঁষা ‘চিন’ রাজ্যের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা

ভারতের মণিপুর রাজ্যের লাগোয়া মিয়ানমারের ‘চিন’ দখলে নিয়েছে দেশটির বিদ্রোহী যোদ্ধা। বাংলাদেশের সীমান্তঘেঁষা রাখাইন রাজ্য ...

কক্সবাজার সীমান্তের পাশে যেকোনো মুহুর্তে আসতে পারে নতুন স্বাধীন রাষ্ট্রের ঘোষণা

কক্সবাজার সীমান্তের ওপাড়ে যেকোনো মুহুর্তে হতে পারে নতুন একটি রাষ্টের ঘোষণা।চলতি মাসেই সরকারি বাহিনীকে পরাজিত ...

বিদ্রোহীদের কাছে কৌশলগত তথ্য ফাঁস করছে মিয়ানমার সেনারা

মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের জেরে দেশটির ক্ষমতাসীন কর্তৃত্ববাদী সেনাবাহিনীর মধ্যে ফাটল ধরেছে। সেনাবাহিনীর অভ্যন্তরে অনেকে বিদ্রোহীদের ...

রোহিঙ্গা ইস্যুতে সবসময় উদারতা দেখিয়েছে বাংলাদেশ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সবসময় রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত বিফ্রিংয়ে এ মন্তব্য করেছেন মুখপাত্র ...

মিয়ানমারের অর্থনৈতিক সংকট: চিকিৎসক ও নার্সরা বাধ্য হচ্ছেন যৌনকর্মে

মিয়ানমারের সাম্প্রতিক অর্থনৈতিক সংকট এবং সেনা অভ্যুত্থানের ফলে দেশটির শিক্ষিত পেশাজীবী নারীরা চরম আর্থিক সংকটে ...