ঢাকাই ছবির ‘প্রিয়দর্শিনী’খ্যাত চিত্রনায়িকা মৌসুমী। অভিনয় ক্যারিয়ারে পূর্ণ করেছেন ২৫ বছর। দীর্ঘ এই ক্যারিয়ারে মানুষের ভালোবাসার পাশাপাশি পেয়েছেন অসংখ্য স্বীকৃতিও। তবে তার জীবনের অন্যতম এক স্বীকৃতির কথা হয়েতো অনেকেই জানেন না। সেটা হচ্ছে সেন্টমার্টিন দ্বীপে একটি পাথরের নামকরণ করা হয়েছে তার নামে। ‘মৌসুমী পাথর’ নামে পাথরটি সৌন্দর্যমন্ডিত দ্বীপ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপে।
স্থানীয়রা জানান, নব্বই দশকে বাংলাদেশের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ’র সঙ্গে মৌসুমী এই দ্বীপে আসেন। ‘অন্তরে অন্তরে’ ছবির ‘এখানে দু’জনে নির্জনে, সাজাবো প্রেমেরও পৃথিবী...’ গানটি ওই পাথরে উঠে নাচ-গান করেছিলেন মৌসুমী। সেই থেকে এই পাথরটিকে ‘মৌসুমী পাথর’ বলে সবাই জানেন।
মৌসুমী জানান, অভিনয় ক্যারিয়ারে সবচেয়ে বড় পাওয়া, মানুষের মনে জায়গা করতে পেরেছি। বাংলাদেশের সর্বদক্ষিণে সেন্টমার্টিন দ্বীপে আমার নামে একটি পাথরের নামকরণ করা হয়েছে। যতদিন সেন্টমার্টিন থাকবে, ততদিন লাখ লাখ মানুষ এই দ্বীপে গিয়ে মৌসুমীর সঙ্গে নতুন করে পরিচিত হবেন।
মজার বিষয় হলো, এই ছেঁড়াদ্বীপে একটি পরিবার থাকে। তাদের মেয়ের নামও মৌসুমী! হয়তো ওই পাথরের নাম তার নামেই রাখা হয়েছে!