প্রকাশিত: ০৯/১১/২০১৬ ৯:৩০ পিএম

নুর মুহাম্মদ, সেন্টমার্টিন থেকে;;
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বোটসহ ছয় জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। বুধবার বিকেলে অস্ত্রমুখে জিম্মি করে বঙ্গোপসাগরের মাছ শিকারের সময় তাদের ধরে নিয়ে যায়।

বিষয়টি জানিয়েছেন ট্রলারের মালিক মো. নাসির উদ্দিন। তিনি  জানান, বুধবার বিকালে বঙ্গোপসাগরের মাছ শিকারের সময় মিয়ানমারের পুলিশ সদস্যরা  তাদের ধাওয়া অস্ত্রের মুখে জিম্মি করে বোটসহ বাংলাদেশি ছয় জেলেকে ধরে নিয়ে যান এবং একই দিন ভোরে ট্রলার নিয়ে ছয় জন জেলে শিকারে যান।
জেলেরা হলেন- মাঝি আব্দুল হামিদ, মো. ফজল আহমদ, মো. হাশিম, মো. সাদ্দাম, মো.  হোসাইন, ও মো. রহিম।

এ প্রসঙ্গে কোষ্ট গার্ড ষ্টেশন কমন্ডার লেফটেন্যান্ট নাফিউর রহমান জানান, মাছ ধরার সময় ট্রলারসহ ছয় বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাবার খবর শুনেছি। এ ব্যাপারে মিয়ানমারের পুলিশ (বিজিপির) সঙ্গে বিজিবির যোগাযোগ করে জেলেদের ফেরত আনা প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

বাণিজ্য মেলা দেখে থেকে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ...

বাগ্‌দত্তাকে নিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ইন্টার্ন চিকিৎসক নিহত

ঢাকার বেসরকারি একটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক অর্ঘ্য অমৃত মণ্ডল (২৬)। একই মেডিকেল কলেজের ...