প্রকাশিত: ২৭/০৫/২০১৬ ১১:১৫ পিএম , আপডেট: ২৭/০৫/২০১৬ ১১:৪৪ পিএম

untitled-1_114298আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে কলকাতার প্রশস্ত রেড রোডে শপথ গ্রহণ করেন তিনি।

৪২ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী আছে ২৯ জন। ১৩ জন প্রতিমন্ত্রীর মধ্যে পাঁচজন স্বাধীন দায়িত্বে রয়েছেন। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ছয়জন মুসলিম রয়েছেন।

শপথ নেয়া মুসলিম মন্ত্রীরা হলেন- জাভেদ খান, আবদুর রেজ্জাক মোল্লা, সিদ্দিকুল্লা চৌধুরী, গোলাম রাব্বানি, জাকির হোসেন, গিয়াসউদ্দিন মোল্লা।

ভারতের গণমাধ্যম সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভায় ৪২ জনের মধ্যে নতুন মন্ত্রী হয়েছেন ১৮ জন। আর বাদ পড়েছেন নয়জন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্ত্রিসভার নারী সদস্য চারজন। মালদা ছাড়া সব জেলা থেকেই মন্ত্রী করা হয়েছে।

পাঠকের মতামত

দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রাখাইন, নতুন আশ্রয়প্রার্থীর আশঙ্কায় বাংলাদেশ

নজিরবিহীন সংকটে পড়তে যাচ্ছে প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্য। খাদ্য সরবরাহ ব্যবস্থায় উন্নতির সম্ভাবনা না থাকায় ...

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ‘বিশাল সুযোগ’ পেতে যাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা

মিসরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ ঘোষণা করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ...