প্রকাশিত: ২৭/০৫/২০১৬ ১১:১৫ পিএম , আপডেট: ২৭/০৫/২০১৬ ১১:৪৪ পিএম

untitled-1_114298আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে কলকাতার প্রশস্ত রেড রোডে শপথ গ্রহণ করেন তিনি।

৪২ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী আছে ২৯ জন। ১৩ জন প্রতিমন্ত্রীর মধ্যে পাঁচজন স্বাধীন দায়িত্বে রয়েছেন। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ছয়জন মুসলিম রয়েছেন।

শপথ নেয়া মুসলিম মন্ত্রীরা হলেন- জাভেদ খান, আবদুর রেজ্জাক মোল্লা, সিদ্দিকুল্লা চৌধুরী, গোলাম রাব্বানি, জাকির হোসেন, গিয়াসউদ্দিন মোল্লা।

ভারতের গণমাধ্যম সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভায় ৪২ জনের মধ্যে নতুন মন্ত্রী হয়েছেন ১৮ জন। আর বাদ পড়েছেন নয়জন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্ত্রিসভার নারী সদস্য চারজন। মালদা ছাড়া সব জেলা থেকেই মন্ত্রী করা হয়েছে।

পাঠকের মতামত

বাংলাদেশেও সব মার্কিন সহায়তা বন্ধ, জানিয়ে দিল ইউএসএআইডি

মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডির অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন সব প্রকল্প ও কর্মসূচির ব্যয় অবিলম্বে বন্ধের নির্দেশনা ...

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সাথে কাজ করবে ইউএনএইচসিআর

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন যে তার সংস্থা রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে ...

যুক্তরাষ্ট্রের সব বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সব ধরনের বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছেন সদ্য শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ...

নির্যাতনের শিকার রোহিঙ্গাদের বিষয়ে তদন্ত করবে জাতিসংঘ

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গাদের বিষয়ে তদন্ত কর‌বে জাতিসংঘ। মিয়ানমারে ...