প্রকাশিত: ১৮/০৭/২০১৬ ৪:২৬ পিএম

Rabডেস্ক রিপোর্ট ::

জঙ্গিদের ব্যাপারে নিশ্চিত তথ্য দিলে ৫ লাখ টাকা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। বগুড়ায় জঙ্গিবিরোধী অভিযান শেষে সোমবার দুপুর আড়াইটায় এক প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, কোনো জঙ্গি যদি তার দলের ব্যাপারে তথ্য দেয় তাহলে তাকে ১০ লাখ টাকা এবং তাকে ও তার পরিবারকে নিরাপত্তা দেয়া হবে।

তিনি বলেন, গুলশান, শোলাকিয়াসহ অন্যান্য স্থানে হামলাকারী জঙ্গিরা বগুড়ার দুর্গম চরে প্রশিক্ষণ নিয়েছে।

এর আগে রোববার গভীর রাতে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দুর্গম চরাঞ্চল ঘাঘুয়া, জামফল, পাঁচবাড়িয়া, ট্যাংরাকুড়া, সনপচা ও কাজলা এলাকা এবং জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পাকরুল চরে জঙ্গিবিরোধী অভিযান নামে যৌথবাহিনী। এ বিশেষ অভিযানে ওইসব প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করা হয়েছে। এ সময় জিহাদি বই, ধারালো অস্ত্র, ম্যাগজিন রাখার বেল্ট উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

সোশ্যাল ইসলামী ব্যাংকের দেড় কোটি টাকার কক্সবাজারে সম্মেলন পরিকল্পনা নাকচ কেন্দ্রীয় ব্যাংকের

টিবিএস:: চরম তারল্য সংকট সত্ত্বেও প্রায় দেড় কোটি টাকা খরচ করে কক্সবাজার সমুদ্র সৈকতে অ্যানুয়াল ...

সভাপতি- রশিদ আহমদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষনার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে ...