প্রকাশিত: ২৮/০৮/২০১৬ ১০:৩৯ পিএম

পুলিশের অভিযানে নিহত জঙ্গিদের লাশ খালেদা জিয়াকে গ্রহণ করতে বললেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ।

রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জঙ্গিদের লাশ স্বজনরা গ্রহণ করছে না উল্লেখ করে সোহাগ বলেন, ‘১৭ জন জঙ্গির লাশ পড়ে আছে ঢাকা মেডিকেল কলেজের হিমাগারে। স্বজনরা লাশ নিচ্ছে না। তারা বলছে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে। খালেদা জিয়া আপনাকে এ জঙ্গিদের লাশ নিতে হবে। কারণ আপনার আদর্শ আর জঙ্গিদের আদর্শ এক।’

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের দোসররা এবং তাদের সন্তানেরা আমাদের নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে আছেন। বাংলাদেশ এবং ছাত্রলীগের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে।’

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, সাবেক ছাত্রলীগ সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামিম, ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি এসএম জাকির হোসাইন।

শাখা সেক্রেটারি রাজিব আহমেদ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মাহমুদুর রহমান জনি।

পাঠকের মতামত

আমাদের নিয়ত সহিহ, গুরুত্বপূর্ণ সংস্কার হলেই নির্বাচন: সিইসি

অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন নতুন নির্বাচন কমিশনার ...

নির্বাচন কমিশন গঠন, নতুন সিইসি কক্সবাজারের সন্তান সাবেক সচিব নাসির উদ্দীন

কক্সবাজারের কুতুবদিয়ার সন্তান অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ ...