শহিদুল ইসলাম, উখিয়া::
উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদ সৃষ্টি করে সরকারকে একটি মহল বিপাকে ফেলতে চায়। শেখ হাসিনা সরকার উন্নয়নে বিশ্বাসী। দেশে বিএনপি, জামায়াত পরিকল্পিত ভাবে জঙ্গিবাদ উসকে দিচ্ছে। বর্তমান সরকার দেশে যে কোন মূল্যে মৌলবাদীদের ষড়যন্ত্র ও জঙ্গিবাদ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। বাংলার মাটিতে জঙ্গিবাদের স্থান হবে না। শেখ হাসিনার নেতৃত্বে এদেশের সকল শ্রেণির মানুষ আজ সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্ছার হয়েছে। তিনি আরও বলেন, এলাকায় কোন অপরিচিত সন্দেহ জনক ব্যক্তির চলাফেরা ও আনাগোনা বৃদ্ধি পেলে আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগীতার মাধ্যমে ধরিয়ে দিতে পারলে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হবে বলে ঘোষণা দেন। গতকাল ৩ আগস্ট উখিয়ার একমাত্র কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল কলেজের উদ্যোগে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন।
কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মিলন বড়–য়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি নুর উদ্দিন মোহাম্মদ শিবলী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, টাইপালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রহিম, এড. এটিএম রশিদ ও নুর মোহাম্মদ সিকদার। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের প্রভাষক শহীদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া বিআরডিবি কর্মকর্তা মোস্তাফা তালুকদার, উখিয়া খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা সুনীল দত্ত, শিক্ষক যথাক্রমে জন্নাতুল ফেরদৌস, জিকে ধর, জহির হোসাইন চৌধুরী, নুরুল কবির, আব্দুর রহমান, খালেদা বেগম, আবুল হোছন, কামরুল ইসলাম, ইয়াকুব মামুন ও শুভংকর বড়–য়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, একাদশ শ্রেণির শিক্ষার্থী রবিউল ইসলাম মুন্না, ত্রিপিটক পাঠ করেন রাত্রী বড়–য়া, গীতা পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী পপি আইচ।
পাঠকের মতামত