প্রকাশিত: ১৭/০৭/২০১৬ ৬:১৮ এএম

komolখালেদ হোসেন টাপু, রামু:;

ইসলাম শান্তির ধর্ম। জঙ্গিবাদে বিশ্বাসী কোন মানুষ ইসলাম ধর্মের অনুসারী হতে পারে না। যারা পাকিস্তানের পক্ষে কথা বলে জঙ্গিবাদকে সমর্থন করে তারাই ইসলামকে কলুষিত করছে। প্রতিটি পাড়া-মহল্লায় কমিটি গঠনের মাধ্যমে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে জোরদার করতে হবে।

শনিবার (১৬ জুলাই) বিকাল ৫টার দিকে রামু উপজেলার চৌমুহনী চত্বরে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আয়োজিত জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এ কথা বলেন।

তিনি বলেন, পাকিস্তানি প্রেতাত্মা জামায়াত-শিবিরকে নিয়ে যাদের ঐক্য তাদেরকে নিয়ে কখনও জাতীয় ঐক্য হতে পারে না। মুক্তিযুদ্ধের সময় যারা এ দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদেরকে সঙ্গে নিয়েই আওয়ামীলীগ জাতিয় ঐক্য গড়ে তুলেছে।

আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এম,পি বলেন, তারা শুধু সংখ্যালঘুদের উপর হামলা করে থেমে নেই। পবিত্র ঈদ জামাতেও হামলা করেছে জঙ্গিবাদীরা। এর আগে বিদেশী নাগরিক, শিক্ষক, লেখক, সাংবাদিক, ধর্মীয় গুরু হত্যা করা হয়েছে। এসব হত্যাকান্ডের মাধ্যমে বাংলাদেশকে বর্হিবিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত সফল হবে না।

রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট মোজাফ্ফর আহমদ হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ নেতা জাফর আলম চৌধুরী, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফরিদুল আলম, কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, জেলা মৎসজীবিলীগের সহ সভাপতি আনছারুল হক ভুট্টোম, উপজেলা ছাত্রলীগের সাদ্দাম হোসেন।

ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আজিজুল হক আজিজের সঞ্চালনায় গর্জনিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, রশিদ নগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহ আলম, চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ ভুট্টো, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ, আওয়ামীলীগ নেতা ফরিদুল আলম, নুরুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক, এমপি কমলের ব্যক্তিগত সহকারী মো. আবু বক্কর ছিদ্দিক. উপজেলা সৈনিকলীগ সভাপতি মিজানুল হক রাজা, তাঁতীলীগের সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহাম্মদ, ওলামালীগের সভাপতি নুরুল আজিম, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ওসমান গণি, স্বেচ্ছাসেবকলীগ নেতা আরিফ খান জয়, নুরুল ইসলাম নাহিদ, মঞ্জুর আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এর আগে রামুর ওসমান ভবন থেকে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ব্যানারে একটি বিশাল জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে এ মিছিলটি রামু উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

পাঠকের মতামত

সোশ্যাল ইসলামী ব্যাংকের দেড় কোটি টাকার কক্সবাজারে সম্মেলন পরিকল্পনা নাকচ কেন্দ্রীয় ব্যাংকের

টিবিএস:: চরম তারল্য সংকট সত্ত্বেও প্রায় দেড় কোটি টাকা খরচ করে কক্সবাজার সমুদ্র সৈকতে অ্যানুয়াল ...

সভাপতি- রশিদ আহমদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষনার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে ...

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের তিন দিনব্যাপী কর্মশালা শুরু

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের আয়োজনে শুরু হয়েছে ’আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও জনস্বার্থ সাংবাদিকতা’ শীর্ষক তিনদিনব্যাপী ...