দেশে চলমান ভয়াবহ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ধর্মীয় উগ্রবাদ দমনে সরকার ও জনগণের ঐক্যবদ্ধ জোরালো আন্দোলন প্রয়োজন বলে মন্তব্য করেছেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালিত বিভাগের সাবেক চেয়ারম্যান বরেণ্য বুদ্ধিজীবী চবি শিক্ষক অধ্যাপক ড. জিনোবোধী ভিক্ষু। তিনি দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে সরকার, জণগণ, বিভিন্ন পেশাজীবী ও বাংলাদেশের স্বর্ণোজ্জ্বল মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনায় উজ্জিবিত রাজনৈতিক দলসমূহসহ গণমাধ্যম কর্মী সকলকে ঐক্যবদ্ধভাবে জোরালো আন্দোলন গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান। তিনি আরো বলেন- কথিত আইএস নামধারী জঙ্গি ও সন্ত্রাসী গৌষ্ঠি কর্তৃক ভয়াবহ হামলা শুধু সরকারের উপর কিংবা কোন একক রাজনৈতিক দলের উপর নয় বরং এটা গোটা দেশ-জাতি ও গণতন্ত্রের উপর। আজ গোটা জাতি এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। সুতরাং এই হামলা মোকাবেলায় এবং দেশ হতে জঙ্গি ও সন্ত্রাসবাদের মূলোৎপাটনে জাতির ঐক্যবদ্ধ সংগ্রাম অপরিহার্য। গণমাধ্যম বিষয়ক সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি(সিআরইউ)’র উদ্যোগে ২৮ জুলাই, চট্টগ্রাম নগরীর ইসলামীয়া সিটি হলস্থ সিআরইউ’র কন্ফারেন্স হলে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ উগ্রবাদ নিরসনে করণীয় শীর্ষক অনুষ্ঠিত এক আলোচনা সভায় অধ্যাপক ড. জিনোবোধি ভিক্ষু প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি(সিআরইউ)’র সভাপতি দিদার আশরাফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর নূর এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- মানবাধিকার সংগঠক আলী আহমেদ শাহীন। সভায় বক্তব্য রাখেন- সিআরইউ’র সিনিয়র যুগ্ম সম্পাদক মাসুদ ফেরদাউস কবির, সহ-সাধারণ সম্পাদক আলমগীর আলম, সহ-সাধারণ সম্পাদক জাবেদ রকি, সাংগঠনিক সম্পাদক জান্নাতুন নাইম চৌধুরী রিকু, দফতর সম্পাদক রিমন মুহুরী, প্রকাশনা সম্পাদক রাশেদুল মাওলা, মহিলা সম্পাদিকা রোজি চৌধুরী, সদস্য অ্যাড. ফরিদা আক্তার, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, সাইফ উদ্দিন ফরহাদ, সএস.এম. শাহজাহান, জয়শান্ত বড়–য়া, আওরঙ্গজেব খান স¤্রাট, সৈয়দ জাহিদ হোসেন, সেলিম উদ্দিন ডিবলু, আরিফুল হক চোধুরী, মোকলেছুর রহমান প্রমুখ।