নিউজ ডেস্ক: নরসিংদীর গাবতলীতে সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে আবু জাফর মিয়া নামের এক ছাত্র তার ফেসবুকে দুইটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি প্রধানমন্ত্রীসহ সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাহায্য চেয়েছেন।
প্রথম স্ট্যাটাসে আবু জাফর বলেন, ‘সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্যারদের উদ্দেশ্য করে বলছি, আমরা নিরপরাধ। আমরা কখনো শিবির, জঙ্গিবাদ সম্পর্কে ভালো করে জানিও না। প্লিজ, আপনারা আমাদের সার্চ করুন। দেখুন কিছু পান কিনা। আমরা নিরপরাধ। বাইরে থেকে আমাদের ছিটকিনি লাগানো। প্লিজ, ছিটকিনি খুলে আমাদের উদ্ধার করুন।’
এরপর তিনি দ্বিতীয়বার আরেকটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বাঁচান। আমরা নিরপরাধ। আমরা আওয়ামী কর্মি। আমরা ষড়যন্ত্রের শিকার। প্লিজ, আমাদের বাঁচান। আমরা সাধারণ ছাত্র। প্লিজ, আমাদের উদ্ধার করুন। প্লিজ, প্লিজ, প্লিজ।’
শীর্ষ নিউজ
পাঠকের মতামত