বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আজাদ বলেছেন, ফ্যাসিস্ট আ' লীগ সরকার গায়ের জোরে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল করেছে। আওয়ামী দলীয় নির্বাচন কমিশনের অধীনে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন প্রহসনমূলক ও জনগণের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই ছিল না। যার কারণে দেশবাসী উক্ত নির্বাচনগুলোকে দিনের ভোট রাতে, ডামি নির্বাচনসহ বিভিন্ন ব্যঙ্গাত্মক নামে চিহ্নিত করেছে। এতে দেশের গণতন্ত্রকামী মানুষ লজ্জা পেলেও আ'লীগ নির্লজ্জের মতো আচরণ করেছে। আ'লীগের সাড়ে পনেরো বছরের শাসনামলে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙ্গে চুরমার করে দিয়েছে। এক ব্যক্তির হাতে ৭ টি ব্যাংকের মালিকানা তুলে দিয়ে অর্থনৈতিক খাতে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। দেশ থেকে ১ লক্ষ ৩৮ হাজার কোটি টাকা পাচার করে বিদেশে সেকেন্ড হোম বানিয়েছে ফ্যাসিস্ট আ'লীগের দোসররা। দেশের মানুষ সাড়ে পনেরো বছর এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে বসবাস করেছিল। এহেন অবস্থা থেকে দেশবাসীকে মুক্তি দিতে সকল বিরোধী রাজনৈতিক দল আন্দোলন করলেও সফলতা আসে তরুণ প্রজন্মের বৈষম্য বিরোধী আন্দোলনে। তাই তরুণ প্রজন্মের স্বপ্নের আলোকে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং আওয়ামী ফ্যাসিস্টদের রুখে দিতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। ২১ অক্টোবর সোমবার বেলা ১১:৩০ টায় কক্সবাজার প্রেস ক্লাবে জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখা আয়োজিত সাংবাদিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান, সেক্রেটারি মমতাজ উদ্দিন বাহারী। হামিদুর রহমান আজাদ আরো বলেছেন, বিগত সময়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে আ'লীগ মিথ্যাচার করছে। কক্সবাজারের রেল লাইনসহ অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমের জন্য আমি সংসদ সদস্য থাকাকালে পিটিশন দাখিল করেছি চিঠি চালাচালি করেছি। অতীতের প্রচেষ্টার ধারাবাহিকতার আলোকে কক্সবাজারে উন্নয়ন হচ্ছে। যেভাবে সুসমন্বিত পরিকল্পনার আলোকে উন্নয়ন হওয়ার কথা ছিল সেভাবে না হয়ে অপরিকল্পিত হচ্ছে। পর্যটন শিল্পের কাংখিত উন্নয়ন এখনো ধরাছোঁয়ার বাইরে অথচ এই পর্যটন শিল্প থেকে হাজার হাজার টাকা রাজস্ব আদায় হচ্ছে। তাই পর্যটন শিল্পের সুসমন্বিত পরিকল্পনার আলোকে উন্নয়নের জন্য আমাদের প্রচেষ্টা যথাযথ কর্তৃপক্ষ বরাবর অব্যাহত থাকবে। শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জাহিদুল ইসলাম, জেলা প্রচার সেক্রেটারি আল আমীন, জেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হেদায়াত উল্লাহ, জাকির হোসাইন। সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ সভাপতি জি এ এমন আশেক উল্লাহ, এনটিভির ইকরাম চৌধুরী টিপু, দৈনিক ইনকিলাবের শামসুল হক শারেক, দৈনিক সংগ্রামের কামাল হোসেন আজাদ, মোহাম্মদ হাশিম, বাংলাদেশ প্রতিদিনের হাসানুর রশীদ, দৈনিক কালের কণ্ঠের আনছার হোসেন, দৈনিক কালবেলার এম আর মাহবুব, বাংলাভিশনের মোর্শেদুর রহমান খোকনসহ কক্সবাজারে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।