স্পোর্টস ডেস্ক ::
সেন্টমার্টিন ফুটবল প্রেমী যুবকদের উদ্যোগে সেন্টমার্টিন কোনার পাড়া কলাবাগান নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ‘২১ এর আয়োজন করেছে টিম -৯।
১৫ই জানুয়ারী শুক্রবার রাত ৯ ঘটিকার সময় লাইটিং এবং আতসবাজি ফুটিয়ে টিম-৯ এর বেলুন আকাশে উড়িয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২১।
সেন্টমার্টিন টুরিজ্যম ব্যবসায়ী আবছার উদ্দীন শাওনের সঞ্চালনায় চট্টগ্রাম জজকোর্ট শিক্ষানবিশ আইনজীবী সাংবাদিক আব্দুল মালেকের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ ৮ নং ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম, সেন্টমার্টিন বোট মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও ক্রিড়া বান্ধব ছৈয়দ আলম, সেন্টমার্টিন কোষ্টগার্ড ষ্টেশন প্রতিনিধি, বাংলাদেশ মানবাধিকার কমিশন সেন্টমার্টিন পর্যটন শাখার সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক জিয়া, বিএনপি সেন্টমার্টিন ইউনিয়ন সেক্রেটারি আবুল কালাম, সার্ভিস বোট সমিতির লাইসম্যান জাহাঙ্গীর, ব্যবসায়ী দেলোয়ার, ব্যবসায়ী মো আলম, আলমগীর আকাশ, ফেরদৌস, সুলতানসহ অত্র দ্বীপের খেলোয়াড প্রেমিকরা উপস্থিত ছিলেন।
এসময় সোসাল মিডিয়া ও অনলাইন ভিত্তিক প্রচারণায় ছিলেন আব্দুল্লাহ আল নোমান খাঁন অমি এবং জাহেদ হোসেন। স্পিকার হাতে ধারাভাষ্যকারে ছিলেন স্থানীয় কণ্ঠশিল্পী উসমান গণি।
খেলায় রেফারির দায়িত্বপালন করেন টেকনাফ রেফারি এসোসিয়েশন সদস্য আব্দুল খালেদ।
উদ্বোধনী খেলায় মা বাবার দোয়া ফুটবল টিম ০-৩ গোলে পরাজিত করে এসপি ফুটবল দলকে।
প্রথামার্ধে সেন্টমার্টিন মা-বাবার দোয়া ফুটবল দলের ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় শহিদুল ইসলাম সৌরভ মাঝমাঠ থেকে নেওয়া তাঁর বাম পায়ের দূর্দান্ত সর্টে ১ গোলে এগিয়ে নিয়ে যায় সৌরভ তাঁর দলকে। দ্বিতীয়ার্ধে আবারো সৌরভ এবং আবদুল আজিজের গোলে ০৩ ব্যবধানে এগিয়ে মাঠ ছাড়ে মা বাবার দোয়া ফুটবল দল। খেলা শেষে ১০ নং জার্সি দারি খেলোয়াড় শহিদুল ইসলাম সৌরভ উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
টুর্নামেন্ট আয়োজক টিম-৯ এর আহ্বায়ক মোহাম্মদুল ইসলাম মনিব এবং টিম-৯ এর দায়িত্বে রয়েছে – আমির আহমেদ রাজু, এবাদুল হক ইভাদ, শাহাব উদ্দিন রাজা, ওবাইদুর রহমান, আজিজুল হক, জিয়াউর রহমান, সোহেল বাবলু এবং এনায়েত উল্লাহ।
টেকনাফ থেকে ৫টি দল অংশগ্রহণে ফয়েন্টের ভিত্তিতে ১২ টি টিম নিয়ে টুর্নামেন্ট গড়াবে ফাইনাল পর্যন্ত। যেসব টিম অংশগ্রহণ করেছে সেন্টমার্টিন কোনারপাড়া কলাবাগান নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে-
১.মা-বাবার দোয়া ফুটবল দল সেন্টমার্টিন
২.SP ফুটবল দল সেন্টমার্টিন
৩.টেকনাফ ক্রীড়াঙ্গন
৪.নাফ সিটি নাজির পাড়ার টেকনাফ
৫.আমরা একাদশ নতুন পল্লান পাড়া
৬.রংগে ইলাহী অল স্টার ফুটবল দল
৭.হেলাল ফুটবল দল টেকনাফ
৮.আনন্দ পার্ক ফুটবল দল সেন্টমার্টিন
৯.SPD ফুটবল দল সেন্টমার্টিন
১০.সান্তুস ফুটবল দল সেন্টমার্টিন
১১.বন্দন ফুটবল দল সেন্টমার্টিন
১২.রাজ ফুটবল দল সেন্টমার্টিন
পাঠকের মতামত