ময়মনসিংহের ফুলপুরে জাতীয় পরিচয় পত্র করতে এসে ৫ রোহিঙ্গা যুবক আটক হওয়ার খবর পাওয়া গেছে। এঘটনায় সহযোগী আরও তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে ফুলপুর উপজেলা নির্বাচন কার্যালয় সামনে থেকে পাঁচ রোহিঙ্গা যুবকসহ ৮ জনকে আটক করে পুলিশ।
আটকৃতরা হলেন, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের কলিমুল্লাহ ছেলে আব্দুর রহমান (২০), আমানুল্লাহ'র ছেলে এনামুল্লাহ (২১), হাজী সৈয়দ আলীর ছেলে মো. মজিবর (২১), মো. আব্দুল কালামের ছেলে মো. হাবিবুর রহমান (১৯), নুর মোহাম্মদের ছেলে মো. নুর কামাল (১৯)।
তাদের সহযোগী তিন বাংলাদেশী টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার আবুল হোসেনের ছেলে মোঃ ফরিদ (১৯) একই উপজেলার মৃক লতিফ মিয়ার ছেলে মোঃসিরাজুল (১৯) ও সখিপুর উপজেলার হাসেন আলীর ছেলে মোঃ সিয়াম (২০)।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন বিডি২৪লাইভকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিচয় গোপন রেখে ৫ রোহিঙ্গা যুবক নিজেদের নাম-ঠিকানা লিখে এনআইডি কার্ড করার উদ্দেশ্যে ফুলপুর নির্বাচন কার্যালয়ের আশপাশে অবস্থান করছিলেন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ফোন করে ফুলপুর থানার পুলিশকে জানানো হয়।
এমন খবর পেয়ে থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) মোফাখখির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠানো হয়। পরে উপজেলা নির্বাচন কার্যালয় সামনে থেকে ৫ রোহিঙ্গা যুবকসহ ৮ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
ওসি আব্দুল্লাহ আল-মামুন বলেন, আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৫ জন রোহিঙ্গা ও তিনজন বাংলাদেশি বলে পরিচয় দেয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।