প্রকাশিত: ০১/০৭/২০১৬ ২:৫৮ পিএম

13567266_1310831132280191_314016696456893260_nউখিয়া নিউজ ডেস্ক::

আরও দুটি স্কুলকে সরকারি করা হয়েছে। সরকারি হওয়া স্কুল দুটি হলো-রাজধানীর ঢাকার পল্টনে অবস্থিত ঢাকা বধির হাইস্কুল এবং কক্সবাজারের উখিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়।

গত ২৫ ফেব্রুয়ারি থেকে স্কুল দুটি সরকারি হয়েছে বলে গত ২২ জুন জারি হওয়া আদেশে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব এনামুল হক স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরকারি হওয়া স্কুল দুটিতে কর্মরত কোনো শিক্ষক অন্যত্র বদলী হতে পারবেন না।

পাঠকের মতামত

চকরিয়ার ওসিকে উখিয়ায় বদলি, নেটিজেনদের অসন্তোষ

বিডি২৪লাইভ স্বরাষ্ট্র উপদেষ্টার ‘তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ’ দেওয়ায় কক্সবাজারের চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভুঁইয়াকে বদলি ...