প্রকাশিত: ০২/০৭/২০১৭ ৭:৪৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৯ পিএম

নিউজ ডেস্ক :
জমকালো আয়োজনের মধ্যদিয়ে শুক্রবার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করলেন জাতীয় ক্রিকেট দলের সদস্য কাজী নুরুল হাসান সোহান। জাতীয় দলের অনেক তারকা ক্রিকেটাররা উপস্থিত ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান এই ক্রিকেটারের বিবাহোত্তর সংবর্ধ্বনায়।
ব্যবসায়ী শফিকুল ইসলামের মেয়ে তাসনিম ইসলাম লিসার সাথে সোহানের পরিচয় দীর্ঘদিনের। স্কুল ও কলেজ একই সাথে পার করেছেন এই জুটি। ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশে দেশ ছাড়ার আগেই বাগদানটা সেড়ে ফেলেছিলেন তারা।
বিয়ের খুলনা ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোহানের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতি ছিল স্বাভাবিকভাবেই। ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান। এছাড়াও নগরীর রাজনৈতিক ও সামাজিক অনেক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাত ৮টার দিকে অতিথিরা আসতে শুরু করলেও ক্রিকেটাররা কিছুটা দেরিতেই আসেন। শুরুতেই আসেন মাহমুদল্লাহ রিয়াদ। এরপর আসেন জাতীয় দলের ম্যানেজান খালেদ মাহমুদ সুজন, জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, মুস্তাফিজ, ইমরুল কায়েস। এরপরই মঞ্চে এসে সোহান-লিসাকে অভিনন্দন জানান স্বস্ত্রীক মাশরাফি, স্বস্ত্রীক শাহরিয়ার নাফিসসহ অন্যান্যরা।
তবে কয়েকজন ক্রিকেটার আসতে পারেননি এই অনুষ্ঠানে। সিঙ্গাপুরে পরিবারের সাথে ছুটি কাটাচ্ছেন ওপেনার তামিম ইকবাল, একটি প্রতিযোগিতার অংশ হিসেবে স্বপরিবারে চীনে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া নিজের বাড়িতে সময় কাটাচ্ছেন সাব্বির রহমান ও ফাস্ট বোলার তাসকিন আহমেদ বন্ধুদের সাথে সময় কাটাচ্ছেন ইন্দোনেশিয়ার বালিতে।

পাঠকের মতামত

দেশের বাইরে উখিয়ার রিপাসহ দুই ফুটবলারকে খেলতে পাঠাবে না বাফুফে

ভুটানের ঘরোয়া নারী ফুটবল লিগের দল ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের দুই ফুটবলার মাসুরা ...

টেকনাফকে মাদকমুক্ত করতে খেলাধুলাই একমাত্র হাতিয়ার-জেলা প্রশাসক

অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কক্সবাজার জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন টেকনাফ উপজেলা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ...

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার ...

ঝিমিয়ে পড়েছে কক্সবাজারের ক্রীড়াঙ্গন

কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামজুড়ে সুনশান নিরবতা। গ্যালারিতে নেই দর্শকদের উচ্ছ্বাস। চেয়ারগুলোতে জমেছে ধুলাবালি। সবুজের ...