প্রকাশিত: ০২/১০/২০১৬ ৯:৪২ পিএম

hehe-1024x529নিশীতা মিতু, লাইফস্টাইল ফিচার এডিটর, সময়ের কণ্ঠস্বর। নারী কিংবা পুরুষ, কারো জন্যই শরীরের ফাটা দাগ শোভনীয় কিছু নয়। দেহের সৌন্দর্য নষ্ট করতে ফাটা দাগ বা স্ট্রেচ মার্কই যথেষ্ট। হয়ত, প্রিয় হাতা কাটা পোশাকটা পরতে পারছেন না, কিংবা বন্ধুরা হাসাহাসি করছে আপনাকে নিয়ে। সবকিছু বাদ দিয়ে নিজের শরীরে এমন বেমানান দাগগুলো তো নিজের কাছেই ভালো লাগেনা। তাহলে আজ চলুন জেনে নেই কি করে কমাতে পারেন এই দাগ।

কেন হয় শরীরের ফাটা দাগঃ সাধারণত স্ট্রেচ মার্ক দেখা দেয় হঠাৎ করেই দেহের ওজন বৃদ্ধি পেলে বা হঠাৎ ওজন খুব কমে গেলে। সব চেয়ে বেশি ফাটা দাগ হয়ে থাকে নারীদের গর্ভকালীন সময়। মূলত আমাদের দেহের চামড়া নির্দিষ্ট পরিমাণ প্রসারিত বা সংকুচিত হতে পারে। কিন্তু, খুব কম সময়ে প্রসারণ বা সংকোচন হলে দেহের চামড়া ফেটে যায়।

ফাটা দাগ সবচেয়ে বেশি হয়ে থাকে দেহের মাংসল স্থানগুলোতে। এই যেমন পেটের নিন্মভাগ, উরু, নিতম্ব, হাতের বাহু, কাঁধ, স্তন এবং মেরুদন্ডের নিচের দিকে। প্রথমিক পর্যায়ে এ দাগগুলো হালকা থাকলেও সময়ের সাথে বেশ গাঢ় হয়ে যায়। এবং, দেখতে খুব বাজে আকার ধারণ করে।

কিভাবে মুক্তি মিলবে এসব ফাটা দাগ থেকেঃ ফাটা দাগ দূর করার জন্য আজ আপনাদের ভিন্ন এক বস্তুর সাথে পরিচয় করিয়ে দিবো। ভিক্স তো নিশ্চয়ই সবাই চেনেন। জি, ঠান্ডা কাশি থেকে মুক্তি পেতে, মাথা ব্যাথা বা কোমর ব্যাথা থেকে মুক্তি পেতে যে ভিক্স ব্যবহার করে থাকেন সেটির কথাই বলছি। এই ভিক্সই আপনার দেহ থেকে ফাটা দাগ দূর করবে।

ভিক্স তৈরি হয় মেনথল, ইউক্যালিপটাস তেল, কর্পূর, এরস গাছের পাতার তেল ইত্যাদি দিয়ে। এসব পুরু তেল, মেনথল, শীতলীকরণ উপাদান দেহের ফাটা দাগ দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে। একই সাথে ভিক্স দেহের ত্বক কোমল ও নমনীয় করে এবং ত্বকের রুক্ষতা দূর করে। এটি দেহ থেকে ৬০-৭০% ফাটা দাগ দূর করে থাকে।

কিভাবে ব্যবহার করবেনঃ অল্প একটু ভিক্স আঙুলে নিয়ে ফাটা দাগের উপর আলতো করে ম্যাসেজ করুন। এবার এক টুকরো পাতলা কাপড় দিয়ে ফাটা অংশটি মুড়ে নিন। এভাবে সারারাত রেখে দিন। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই কাজটি করুন। ধীরে ধীরে দেখবেন ফাটা দাগগুলো মলিন হয়ে যাবে।

এছাড়াও যা করতে পারেনঃ এলোভেরা বা ঘৃতকুমারী দেহের যে কোন দাগ দূর করতে বেশ কার্যকরী ভূমিকা রাখে। এলোভেরা থেকে শাঁস বের করে ফাটা দাগের উপর চক্রাকারে ম্যাসেজ করুন। প্রতিদিন ২০/২৫ মিনিট এভাবে রাখলে উপকার পাবেন।

পাঠকের মতামত

উখিয়ায় জামায়াতের সহযোগী সম্মেলনে জেলা আমীর আনোয়ারী সন্ত্রাসমুক্ত শান্তির বাংলাদেশ গড়তে ইসলামের বিকল্প নেই

গত ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশের মানুষ নতুন ...

পর্যটকে মুখরিত ইনানী সৈকত

একদিকে পর্যটন মৌসুম, অন্যদিকে মহান বিজয়ের মাস। তাই পর্যটক বেড়েছে কক্সবাজার, ইনানী ও পাটোয়ারটেক সৈকতে। ...

কক্সবাজারে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

নারী সহায়ক কর্মপরিবেশ তৈরি করে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। এর পাশাপাশি বৈষম্যহীন ...