আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম
আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার ...
গুঞ্জনটা শোনা যাচ্ছিল দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৫ ফুটবলারকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে বসুন্ধরা কিংস। তারা হলেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো, তরুণ স্ট্রাইকার শেখ মোরসালিন, তপু বর্মন, তৌহিদুল আলম সবুজ ও রিমন হোসেন। আজ (সোমবার) এএফসি কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওডিশার বিপক্ষে এই পাঁচ ফুটবলারকে ছাড়ায় মাঠে নেমেছে বসুন্ধরা কিংস। যা সেই গুঞ্জনকে সত্যি বলে যেন ইঙ্গিত করছে।
জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর এএফসি কাপে মাজিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলে দেশে ফেরার পথে বিমানবন্দরে গুরুতর শৃঙ্খলা ভেঙেছিলেন এই ফুটবলাররা। যে কারণে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন তারা। দেওয়া হয়েছে কারণ দর্শানো নোটিশও।
শুধু মাঠের খেলাই নয়, ক্লাবেও থাকতে পারছেন না এই ফুটবলাররা। কবে তাদের ফেরানো হবে সেই বিষয়ে কোন ধারণাও দেওয়া হয়নি বসুন্ধরার পক্ষ থেকে।
পাঠকের মতামত