জীবন মানে যন্ত্রণা;নাকি সুখের নঙ্গর?
--মোঃ ফিরোজ খান
জীবন মানে কি তা ভুলে গিয়েছি অনেক আগে
জীবনের হিসাব মেলেনা কোন যোগ-বিয়োগে;
জীবন যাত্রার ধ্বনি শুনতে পাই শেষ সময়ে
পৃথিবীর রুপ-রস-গন্ধ ভালো লাগেনা ভূবনে।
--
বাবার হাত ধরে চলা আর মায়ের আচলে থাকা
এসব কিছু যুগের মন্দ হাওয়ায় হারিয়ে গিয়েছে
যৌবনের উন্মত্বতায় আর উচশৃঙ্খলতার স্রোতে
জীবন হয়নি গড়া আজও কোন সফলতা নিয়ে।
--
শৈশব কৈশর পেরিয়ে যৌবনে পা ফেলেছি যখন
তবুও পূরন হয়নি গড়া জীবনের সুখের এই ভূবন আমি তবুও পড়ে আছি মিথ্যা জঞ্জালের জালে
এই সমাজ বিষাক্ত হয়ে আছে মাদকের ভানে।
--
সবকিছু হারিয়ে সব ভালোবাসা ভূলে গিয়ে
ছুটছি সকলেই টাকার পিছে ঘোর অন্ধকারে
জীবন সরে গেছে জীবন থেকে দুরে বহু দুরেতে
নিজেকে চিনতে যেনো খুবই কষ্ট হয় অকারণে।
এখনও চিনিনি ঐ মহান স্রষ্টাকে সঠিকভাবে
তাইতো সহজে মানতে পারিনা তার নিয়মকে আমরা সবাই হবো ওয়াদাকৃত মাবুদের কাছে
পৃথিবির সব মাখলুকেরা যেনো সুখী হয় ভূবনে।
জীবন ঢেকে আছে দুঃখের এক আস্ত চাদরেতে
মন ঢুবে আছে কষ্টের এক গহীন অরন্যের তলে
পেট ভরে গেছে গ্লানির লোনা জলে লাঞ্জনাতে
জীবন যেনো সত্য-সুখের আলোয় গিয়ে থামে।