ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৯/২০২৪ ৯:২৫ এএম

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় ওয়ালি উল্যাহ রিপন নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের তেমুহনী এলাকায় তেমুহনী বাজার কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

পাঁচগাছিয়া ইউনিয়ন জামাায়াতের আমির মুহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়ালি উল্যাহ রিপন জামায়াতে ইসলামীর তেমুহনী বাজার ইউনিটের সেক্রেটারি ও স্থানীয় রহিম উল্যাহর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ওয়ালি উল্যাহ রিপন মহাসড়ক পার হয়ে মসজিদে যাচ্ছিলেন। ফেনীগামী একটি মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে পড়ে নিহত হন।

পাঁচগাছিয়া ইউনিয়ন জামাায়াতের আমির মুহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার রাত ৯টায় মসজিদের সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞাসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। শেষে স্থানীয় মিয়াজী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, ওয়ালি উল্যাহ রিপনের মৃত্যুতে জামায়াতে ইসলামীর জেলা আমির এ কে এম সামছুদ্দীন ও সেক্রেটারি মুফতি আবদুল হান্নান গভীর শোক জানিয়েছেন। নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

পাঠকের মতামত

নাইক্ষংছড়িতে নাশকতার অভিযোগে মামলা,আটক -৩, এখনো ধরাছোঁয়ার বাইরে ৬৫ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬৮ জনের বিরুদ্ধে নাশকতা ...