ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০৭/২০২৪ ৯:০২ এএম

অনলাইন জুয়ার এজেন্ট ছিলেন ইউটিউবার আবদুল হামিদ। জুয়ার বিজ্ঞাপনের আড়ালে তিনি ওয়ানএক্সব্যাটকে ক্রিকেট খেলার ব্যাট হিসেবে উপস্থাপন করতেন। এক পর্যায়ে তিনি টাকার বিনিময়ে ‘বদমাইশ পোলাপাইন’ সিরিজে অনলাইন জুয়া সাইটের বিজ্ঞাপন দেন। এমনকি অভিনেতা প্রত্যয় হিরণের ব্যাংক অ্যাকাউন্টেও তিনি টাকা পাঠান। ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের তদন্তে এসব তথ্য উঠে এসেছে।

রাজধানীর রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার তদন্ত শেষে ডিবি পুলিশের উপপরিদর্শক শাহিদুল ইসলাম আদালতে চার্জশিট দেন। চার্জশিটে ‘দ্যা আজাইরা’ লিমিটেডের পরিচালক রায়হান সরকার বিশাল, অভিনেতা প্রত্যয় হিরণ, ইউটিউবার আবদুল হামিদ ও তানভীর আক্তার নিলয়কে অভিযুক্ত করা হয়েছে।

শাহিদুল ইসলাম কালবেলাকে বলেন, এ মামলায় প্রত্যয় হিরণসহ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছি। অভিযোগ প্রমাণে ১৬ জনকে সাক্ষী করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি আবদুল হামিদের টেলিগ্রাম আইডির সঙ্গে টেলিগ্রাম আইডি ফেলিক্সের ওয়ানএক্সবেট, বাবুএইটিএইট জুয়া পরিচালনা সংক্রান্তে চ্যাটিং হয়।

চ্যাটিংয়ের মাধ্যমে পরিচালনাকারীদের পক্ষে বিভিন্ন অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার দায়িত্ব নেন। যত বেশি বিজ্ঞাপন, তত বেশি লাভ—এ ভাবনায় তাদের মূল টার্গেটি ছিল যেসব চ্যানেলের ফলোয়ারস, ভিউয়ারস ও অনলাইন প্ল্যাটফর্মের পরিচিত, সেই ব্যক্তিদের আইডিতে এই জুয়ার বিজ্ঞাপন দিয়ে জনপ্রিয় করে তোলা।

এরই ধারাবাহিকতায় দ্যা আজাইরা লিমিটেডের পরিচালক রায়হান সরকার বিশালের সঙ্গে অনলাইনের মাধ্যমে হামিদের পরিচয় হয়। এক পর্যায়ে হামিদ, বিশালকে অনলাইন জুয়ার সাইটের বিজ্ঞাপনের বিষয়ে প্রলুব্ধকর তথ্য দেন ও কৌশলে তাকে রাজি করান। পরে চ্যানেলটির অন্যতম অভিনয় শিল্পী প্রত্যয় হিরণের সঙ্গে পরিচয় করে দেন।

চার্জশিটে আরও বলা হয়, টাকার বিনিময়ে হামিদ কৌশলে বদমাইশ পোলাপাইনের বিভিন্ন পর্বে অনলাইন জুয়ার সাইটের বিজ্ঞাপন দেন ও একটি প্রমোশনাল কোড ব্যবহার করতে বলেন, যাতে চ্যানেল ব্যবহারকারীরা কমিশন পায়। এজন্য হামিদ প্রত্যয় হিরণের ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন সময় টাকা দেন। আসামিরা যোগসাজশে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশি অপরাধীদের সহায়তা করতে দেশের জনগণকে ঠকিয়ে অর্থ লেনদেনের অপরাধ করেন।

গত বছর ১৪ ফেব্রুয়ারি ডিবি পুলিশ অনলাইনে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নজরদারি করতে থাকেন। তখন দ্যা আজাইরা লিমিটেড ইউটিউব চ্যানেলে প্রচারিত বদমাইশ পোলাপাইন ধারাবাহিক নাটকের চতুর্থ মৌসুমের সব পর্বে অবৈধ জুয়ার সাইটের বিজ্ঞাপন দেখতে পায় ডিবি। পরদিন ১৫ ফেব্রুয়ারি একাধিক লিঙ্কের পরিচালক, অর্থ বিনিয়োগকারী, অর্থ আত্মসাৎকারী, অভিনয়শিল্পী, লাইক শেয়ারকারীসহ অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে ডিবি পুলিশের উপপরিদর্শক জয় দেব জয়ধর মামলা করেন।

আসামিপক্ষের আইনজীবী হাবিবুল্লাহ বলেন, এখনো চার্জশিট দেখিনি; তাই বলতে পারব না, তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে। যেহেতু চার্জশিট এসেছে, আমরা এ মামলায় অব্যাহতি চেয়ে আবেদন করব।

পাঠকের মতামত

সাতকানিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল উখিয়ার কিশোরের

চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট-বান্দরবান মহাসড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে ...