প্রকাশিত: ০২/০১/২০১৭ ৭:৫৫ এএম

জসিম উদ্দিন টিপু, টেকনাফ::

জঙ্গলী ফকির ডক্টর গাজী কামরুল ইসলাম কর্তৃক প্রতিষ্ঠিত জেলার ঐহিত্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান টেকনাফের রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদরাসা গেল জেডিসি(জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীক্ষায় ৫ছাত্রী ১ছাত্রসহ ৬পরীক্ষার্থী এপ্লাস(এ+) পেয়েছেন।

এপ্লাস অর্জনকারী শিক্ষার্থীরা হলেন, ওসমান গণি, হালিমা আক্তার, মর্জিনা আক্তার, শামীমা আক্তার, উম্মে হাবিবা ও সুমাইয়া আক্তার। শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলে ৮ম শ্রেনীর প্রধান শিক্ষক আতাউল হক জানান, তদারকী এবং মুল্যায়ন ক্লাশের কারণে ছাত্র/ছাত্রীরা ভাল ফলাফল অর্জন করেছে। নতুন শ্রেনীর প্রধান শিক্ষক মাওলানা ফোরকান আহমদ জানান, আগামীতে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ধারাবাহিক প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। উল্লেখ্য, ২০১৬সনে অনুষ্ঠিত জেডিসি পরীক্ষায় ৬৩জন ছাত্র/ছাত্রী অংশ নিয়ে সবাই পাস করেছেন। এতে ৬জন এ প্লাস, ৪৭জন এ গ্রেড, ১০জন এ মাইনাস পেয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন।

পাঠকের মতামত

যে কারনে মামলার মুখে পড়তে পারে ইউনিয়ন ব্যাংক

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ অবস্থায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ‘নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’ এ মামলার হুঁশিয়ারি দিয়েছে সংশ্লিষ্ট ...