এ.এম হোবাইব সজীব::
জেলায় বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। খুন, অপহরণ, ডাকাতি ও ছিনতাই নিত্য মাথা চড়া দিয়ে দাঁড়িয়েছে। ফিল্মী স্টাইলে খুন করা হচ্ছে আওয়ামীলীগ নেতাসহ সাধারণ মানুষকে। মানুষ উধাও হওয়ার ঘটনাও ঘটেছে। গত মে মাস থেকে ১লা আগষ্ট পর্যন্ত সময়ে আনসার কমান্ডার পশুচিকিৎসক এবং আওয়ামীলীগ নেতা ও প্রবাসীসহ ১০ জন নির্মমভাবে খুন হয়েছেন। আহত হয়েছে শতাধিক।
কক্সবাজারের চকরিয়া, মহেশখালী, রামু, টেকনাফ ও সদরে কমান্ডো স্টাইলে এসব হত্যার ঘটনা ঘটেছে। ঘরের ভেতর ও যানবাহন থেকে অপহরণের শিকার হয়েছেন প্রবাসীসহ ডজনাধিক ব্যক্তি। তাদের কাউকে প্রশাসন উদ্ধার করতে পারেনি। মুক্তিপণ দিয়েই মুক্ত হয়েছেন সকল অপহৃতরা। পাশাপাশি ডাকাতির ঘটনা বেশ কয়েকটি। ঘটনার পর স্ব স্ব এলাকার দায়িত্বরত পুলিশ ডাকাত কবলিত এলাকায় গিয়ে ডকাতদের গ্রেফতার করতে পারেনি।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের পরিসংখ্যান মতে, ৩০ জুন রাত ১১টার দিকে চকরিয়ার বদরখালীতে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরু হুদা সিকদারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাকে সবার সামনে বাজার থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয় বলে দাবি করেছেন নিহতের ছেলে ব্যবসায়ী মুহাম্মদ শাহাজাহান।
গত ৩ জুলাই রাত ১০টার দিকে দ্বীপ উপজেলা মহেশখালী কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সোনাদিয়া ওয়ার্ডের চারবারের নির্বাচিত মেম্বার আব্দুল গফুর ওরফে নাগু মেম্বারকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাগু মেম্বার খুনের ১২ ঘন্টা পার না হতেই ৪ জুলাই বেলা ১০টার দিকে একই ইউনিয়নের প্রবাসী শহিদুল্লাহ (২৯) গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে খুনের শিকার হয়েছেন। তিনি কুতুবজোম ইউনিয়নের কামিতাপাড়া গ্রামের মো. জহিরুল ইসলাম খলিলের ছেলে। শাপলাপুর জেমঘাট নয়াপাড়া এলাকার নুরুল আলমের পুত্র লোকমান হোসেন (৩৫) মোটর সাইকেল যোগে বদরখালী থেকে বাড়ি আসার পথে রাত ১১ টায় একই ইউনিয়নের ষাইটমারা -জেমঘাট মধ্যবর্তীস্থান গলাছিরা ব্রীজে পৌঁছলে একদল দুর্বৃত্ত প্রথম পিছন থেকে গুলি করে মোটর সাইকেল থেকে মাটিতে পেলে দেওয়ার পর উপর্যুক্তপূরী কুপিয়ে মৃত্যু নিশ্চিত হওয়ার পর চলে যায়। ১০ জুলাই রবিবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পৃথক ঘটনায় কালারমারছড়া দুই ডাকাত দলের মধ্যে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত ও অস্ত্র গুলি উদ্ধার করা হয়েছে। কালারমারছড়া মাঝের পাড়া পাহাড়ী এলাকায় স্থানীয় বিবাদমান দুই ডাকাতদল ফরিদুল আলম ও আরোকটি ডাকাত গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। নিহত ফরিদুল আলম (৪০) কালারমারছড়া মাঝের পাড়া গ্রামের বদিউল আলমের ছেলে। ১১ জুলাই রোববার দিবাগত রাত সাড়ে ৪ টার দিকে মাঝের পাড়া পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলামকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। টেকনাফ সদরের পলান পাড়ার বাসায় অতর্কিত ঢুকে মুখোশপরিহিত দূর্বৃত্তরা ঘুমন্ত সিরাজুকে গুলি করে পালিয়ে যায়। এসময় তার স্ত্রী ইয়াছমিন আক্তারও গুলিবিদ্ধ হন।
একই ভাবে গত ২২ এপ্রিল টেকনাফে বাড়ীতে ঢুকে দুর্বৃত্তরা গুলি করে মুহাম্মদ হাশেম (৩৫) নামে এক যুবককে খুন করে। রাত সাড়ে ৯ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের হাজমা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হাশেম সদর ইউনিয়নের নাজিরপাড়ার নজির আহমদের ছেলে। মহেশখালীর নাগু মেম্বারকে হত্যার প্রধান আসামী বতইল্ল্যা ও বামাইয়া ইলিয়াছ ১৪ জুলাই বৃহস্পতিবার ভোর রাত ৮ টার দিকে টেকনাফে দুই বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধে তারা মারা যায় বলে পুলিশ জানায়। গত ১ জুলাই কক্সবাজার শহরের নতুন জেলখানার পেছনের সিকদার ঘোনা এলাকা থেকে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার দীল মোহাম্মদের ছেলে মোহাম্মদ ইসমাইলের গুলিবিদ্ধ মরদেহ জেলা কারাগারের অনতিদূরে উত্তরণ আবাসিক এলাকায় পাওয়া গেছে। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।
রামুর পাহাড়ি জনপদ ঈদগড়ে ১৫ জুন দুর্বৃত্তের গুলিতে খুন হন শরীফ পাড়ার ফয়েজ আহমদ মিয়াজীর ছেলে গ্রাম্য পশু চিকিৎসক মহি উদ্দিন। নির্মিতব্য একটি বাড়ির ভেতর গভীর রাতে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় তিনি মারা যায়। হত্যার ১২ ঘন্টার মাথায়, ঈদগড়ের ছগিরাকাটায় নিজ বাড়ি থেকে অপহৃত হন জিয়া উদ্দিন বাবলু (৩০) নামে এক প্রবাসী। তিনি স্থানীয় কৃষক হাফেজ আহমদের ছেলে। দেন দরবার শেষে এক লাখ টাকা পরিশোধ করার পর শুক্রবার রাত সাড়ে নয়টায় ঈদগড়-বাইশারী সড়কের ব্যাঙডেবা এলাকার পাহাড় থেকে বাবুলকে মুক্তি দেয় অপহরণকারিরা। এমনটি জানিয়েছিলেন ইউপির ছগিরাকাটা এলাকার সদস্য মনিরুজ্জামান।
এ ঘটনার রেশ কাটতে না কাটতে, ২৫ জুন রাত ৮টারদিকে ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালায় যাত্রীবাহী বেশ কয়েকটি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে যাওয়ার সময় এক বাসের ৪ যাত্রী ঈদগড় করলিয়ামুড়া গ্রামের রশিদ আহাম্মদের ছেলে মনিরুল হক খোকন (৩২), ছগিরাকাটা গ্রামের আব্দু জব্বরের ছেলে ছাগল ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৪০) ও ব্যাঙডেভা গ্রামের আনছার আলীর ছেলে নবী আলম (৩০) এবং ঈদগাঁওর ইসলামাবাদ খোদাইবাড়ী গ্রামের মৃত ছৈয়দ আহমদের ছেলে ব্যবসায়ী মোহাম্মদ কালুকে অপহরণ করে গভীর জঙ্গলে নিয়ে যায়।
পরে দেন দরবার করে নির্ধারিত পরিমাণ মুক্তিপণ দিয়ে ১২ ঘন্টা, ২৪ ঘন্টা ও ৪৮ ঘন্টাপর অপহৃতরা ঘরে ফিরেছেন।
ঈদগড় আর আর এফ পুলিশ ক্যা¤েপর আইসি মোহাম্মদ হাসেম ডাকাতি ও অপহরণের কথা স্বীকার করে আমাদের রামু কে বলেন, রাত ৮ টা পর চলাচল করায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। তাই তিনি রাত ৮টায় পুলিশ ডিউটি চলে আসার পর ঈদগাঁও-ঈদগড় সড়কে যাতায়ত বন্ধ রাখতে যাত্রীদের অনুরোধ জানান।
অপরদিকে গত ১৩ মে, শুক্রবার টেকনাফ মুচনী রোহিঙ্গা ক্যাম্পের আনসার ব্যারাকে সশস্ত্র দুর্বৃত্তদল হামলা চালিয়ে ক্যাম্পের আনসার কমান্ডার আলী হোসেন (৫৫) কে গুলি করে হত্যা করেন। এসময় হামলাকারিরা আনসারদের ব্যবহৃত ১১টি সরকারি অস্ত্র ও ৬৯০ পিস বুলেট লুট করে নিয়ে যায়। পুলিশ লুন্ঠিত অস্ত্র উদ্ধার কিংবা অপরাধী ধরতে কার্যত ব্যর্থ হয়। দৃশ্যত কোন সফলতা না পেয়ে তারা ক্যাম্প এলাকায় সভা করে বলে আরএসও এ হামলা চালিয়েছে এবং অস্ত্র গুলো মিয়ানমার নিয়ে গেছে। এ তথ্য প্রচারের পর প্রশ্ন উঠে-তাহলে সীমান্ত প্রহরায় বিজিবি কি ব্যর্থ? না হলে লুণ্ঠিত এসব অস্ত্র মিয়ানমার যায় কিভাবে? তবে পরবর্তীতে র্যাব-৭ আনসার ক্যাম্প লুটের ঘটনায় ৩০ জুন ৫জনকে আটক করে। তাদের মাঝে দু’জন আরএসও সদস্য রয়েছে বলে সেদিন জানানো হয়।
যেদিন এসব রোহিঙ্গাদের আটক করা হয়, সেদিন কক্সবাজারের রামুর ঈদগড়ের সীমান্তবর্তী ইউনিয়ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ওয়ার্ড আওয়ামীলীগ সহ-সভাপতি মং শৈহ্লা মারমা (৫৫) কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। রাত ১০ টার দিকে বাইশারী বাজারের উত্তর পাশে ইউনিয়ন পরিষদ এলাকায় হত্যার ঘটনা ঘটে। এর আগে, ১৪ মে একই এলাকার উপরশাখ পাড়ায় উ গাইন্দ্যা (৭০) নামের এক বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করে দুর্বৃত্তরা। ভিক্ষু হওয়ার আগে তার নাম ছিলো, মং শৈ উ চাক। গ্রাম থেকে একটু দূরের বিহারে একাই থাকতেন তিনি।
গত ১৪ জুন কক্সবাজার সদরের ইসলামাবাদ শাহফকির বাজার এলাকায় এক সালিশ বৈঠকে মুখোশধারী দুর্বৃত্তরা গুলি চালিয়েছে খুন করে সদ্য প্রবাস ফেরত আবছার কামাল (৩৫) কে। তিনি সদরের উপকূলীয় ভারুয়াখালীর হাজিপাড়ার নজির আহমদের ছেলে। রাত পৌনে ১২ টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে।
চকরিয়ায় গত ২ জুলাই শবে কদরের রাতে ফরিদুল আলম নামের এক ঠিকাদারের বাড়ির দরজায় কলিং বেল টিপে ভেতরে ঢুকে একদল সশস্ত্র ডাকাত অস্ত্রের মূখে লুটে নিয়ে গেছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা। রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় ঘটেছে এ ঘটনা। একই কায়দায় চকরিয়া পৌর শহরের হাসপাতাল পাড়ার মা ভবনের মালিক সৌদি প্রবাসী মাহবুবের বাড়ীতে মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাতদল হানা দেন ঈদের দিন সকালে পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মূখে জিম্মি করে রুমে আটকিয়ে রেখে নগদ ২ লাখ টাকা ২৫ ভরি স্বর্ণালংকার বাড়ীর মূল্যবান জিনিস পত্র নিয়ে চম্পট দেয়। সম্প্রতি দুই সন্ত্রাসী বাহিনীর বন্দুক যুদ্ধে চকরিয়ার ডুলাহাজারার বাসিন্দা ইনু বাহিনীর প্রধান ইন খুন হয় বলে পুলিশ গণমাধ্যমে জানায়।
গণমাধ্যমে প্রকাশিত দুর্বৃত্ত কর্তৃক এসব হত্যা ও ডাকাতি এবং অপহরণ ঘটনা ছাড়াও পারিবারিক কলহে খুন হয়েছেন আরো কয়েকজন। ঘটেছে ছিনতাই এবং অপরাধ মূলক নানা ঘটনা। যা সাধারণ মানুষকে আতংকিত করে তুলেছে। জেলার ক্রমে বাড়তে থাকা অপরাধ সম্পর্কে জেলাবাসীর মনে আতংক এবং ক্ষোভ বিরাজ করছে।