আতিকুর রহমান মানিক::
মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয় কর্তৃক গৃহীত জেলে নিবন্ধন ও জেলেদের পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় কক্সবাজার জেলায় জেলে নিবন্ধন এবং ছবি তোলার কাজ এগিয়ে চলছে। এর অংশ হিসাবে গত ১১ অক্টোবর সদরের ভারুয়াখালী ইউনিয়ন পরিষদ ভবনে ১৫১ জন জেলের ছবি তোলা ও ফরম পুরণ করা হয়। ১২ এপ্রিল জেলা মৎস্য কর্মকর্তার কার্য্যালয়ে ৩০২ জেলেরছবি তোলা ও নিবন্ধন করা হয়। গতকাল খুরুশকুল ইউনিয়ন পরিষদ ভবনে ৩৮০ জেলের ছবি তোলা ও ফরম পুরন করা হয়। আজ সকালে চৌফলদন্ডী ও বিকালে পোকখালী ইউনিয়ন পরিষদ ভবনে জেলেদের ছবি তোলা হবে। আগামী ১৫, ১৬ ও ১৭ অক্টোবর টেকনাফ ও ২০, ২১ ও ২২ অক্টোবর কুতুবদিয়া উপজেলায় জেলে নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে। এ ছাড়াও ২য় পর্যায়ে ১৯ অক্টোবর ভারু সদরের পি এম খালী, ২৪ অক্টোবর সকালে ভারুয়াখালী, ২৫ অক্টোবর সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, ২৬ অক্টোবর খুরুশকুল, ২৭ অক্টোবর সকালে চৌফলদন্ডী ও বিকালে পোকখালী ইউনিয়ন পরিষদ ভবনে জেলে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে। জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন বলেন, মা ইলিশ রক্ষা কার্যক্রম উপলক্ষে জেলার নদ-নদী সাগর ও প্রাকৃতিক জলাশয়ে মৎস্য আহরন বন্ধ থাকায় আগামী ২ নভেম্বর পর্যন্ত অলস সময় কাটাবেন জেলেরা। তাই এসময়টাকে কাজে লাগিয়ে জেলে নিবন্ধন ও ছবি তোলার কাজ এগিয়ে নেয়া হচ্ছে। যথাসময়ে যথাস্হানে উপস্হিত হয়ে নিবন্ধনকাজ সম্পন্ন করার জন্য জেলে-মৎস্যজীবিদের অনুরোধ জানিয়েছেন জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।
পাঠকের মতামত