ডেস্ক রিপোর্ট::
এটা কোন রাজনৈতিক দলের জনসভা নয় । একটা এনজিও’র চাকুরীর পরীক্ষা । আজ (১৪ সেপ্টেম্বর) শনিবার বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্টের একটি নিয়োগ পরীক্ষা ছিলো। কক্সবাজার শহরের পৌর প্রিপ্যারেটরী উচ্চ বিদ্যালয়ে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, নিয়োগের পদ সংখ্যা হাতে গোনা, কিন্তু প্রার্থীদের সংখ্যা দেখে শহরবাসীর চক্ষু ছানাবড়া! একটা বড় দলের জনসভাতেও এত লোকের সমাগম হবে কিনা সন্দেহ। বিদ্যালয়ের পুরো মাঠজুড়ে মানুষ আর মানুষে ঠাসা। এসব প্রার্থীদের পরীক্ষা দিতে দুপুর থেকে বিকাল পর্যন্ত অস্তির ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তাদের চোখে-মুখে সেকি বিরক্তি। তবে এর মাঝে খবর বের হয় , পছন্দের প্রার্থীদের আগেই নির্বাচন করে ফেলা হয়েছে। পরীক্ষা ছিলো ঠিক আইওয়াশ! জানি হয়তো শেষে এক বুক হতাশা নিয়ে ফিরবে আইওয়াশের শিকার ওই বেকার তরুণ-তরুণীরা। তার পরেও মনকে প্রবোধ দেয় প্রার্থীরা – আইওয়াশ এর কথাটা একটা – গুজব!!
সুত্র: সিবিএন
পাঠকের মতামত