সোমবার অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন। রামু উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত ৪ নং ওয়ার্ডে ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রামু উপজেলা নির্বাচন কার্যালয়।
রামু উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম জানিয়েছেন- সোমবার, ১৭ অক্টোবর সকাল ৯ টা থেকে দুপুর ২ পর্যন্ত রামু উপজেলা পরিষদ মিলনায়তন ভোট কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ১৪৫ জন। নির্বাচনে চলাকালে পুলিশ, র্যাবের স্ট্রাইকিং ফোর্স, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকবে। এছাড়া ভোট কেন্দ্র, প্রতিটি বুথ সিসি ক্যামেরার আওতায় থাকবে। সিসি ক্যামেরা সরাসরি মনিটরিং করবে নির্বাচন কমিশনার কার্যালয়।
রবিবার বিকালে রামু উপজেলা পরিষদ ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে- ভোট গ্রহনের সার্বিক প্রস্তুতি চলছে। কাংখিত এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তাক আহমেদ চৌধুরী (মোটর সাইকেল), সাবেক পৌর মেয়র নুরুল আবছার (তালগাছ), শাহীনুল হক মার্শাল (আনারস) এবং মঙ্গল পার্টি নেতা জগদিশ বড়ুয়া (প্রজাপতি)।
সংরক্ষিত সদস্য রামু, উখিয়া ও টেকনাফ উপজেলা নিয়ে গঠিত ১ নং ওয়ার্ডে সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করছেন- উখিয়ার হলদিয়া পালং আওয়ামী লীগের সভাপতি আশরাফ জাহান কাজল (দোয়াত কলম), তছলিমা আক্তার রুমানা (টেবিলঘড়ি), তাছলিমা আক্তার (ফুটবল)।
রামু উপজেলার ১১ ইউনিয়ন নিয়ে গঠিত ৪নং ওয়ার্ড থেকে সদস্য পদে প্রতিদ্বন্ধিতা ফরিদুল আলম (হাতি), শামসুল আলম মন্ডল (তালা), মোস্তাক আহমদ (অটোরিক্সা), নুরুল আবছার (ঘুড়ি), মোঃ মনজুরুল মুর্শেদ কাদের (বৈদ্যুতিক পাখা), মোঃ আবদুল মজিদ (টিউবওয়েল)।
এবার জেলা পরিষদ নির্বাচনের অংশ নিচ্ছে ৪৭ জন প্রার্থী। জেলার ৯ উপজেলায় ভোটার সংখ্যা ৯৯৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৫৯ জন, মহিলা ভোটার ২৩৫ জন। নির্বাচনে ৮ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান,৭১ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, ৪ পৌরসভার মেয়র ও কাউন্সিলররা তাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করবেন।