আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে ইচ্ছুকদের আবেদন করার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চেয়ারম্যান প্রার্থীদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীর আবেদনপত্র, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ জীবনবৃত্তান্ত পাঠানোর আহ্বান জানানো যাচ্ছে।
আগামী ২৮ ডিসেম্বর দেশের ৬১টি জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হবে।