প্রকাশিত: ১০/০৯/২০১৬ ২:৪৫ পিএম

কিশোরগঞ্জ: জ্বলন্ত চুলায় ফেলে ইয়ামিন নামে আড়াই বছরের ছেলেকে হত্যা করেছেন মানসিক ভারসাম্যহীন এক মা।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জের ভৈরর উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবারিক সূত্র জানায়, চাঁনপুর গ্রামের মোবারক মিয়ার মানসিক ভারসাম্যহীন স্ত্রী শিরিন আক্তার সকালে ভাত রান্না করছিলেন। এ সময় ইয়ামিন কান্নাকাটি শুরু করলে শিরিন তাকে জ্বলন্ত চুলার মধ্যে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই ইয়ামিন মারা যায়। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা শিরিনকে পুলিশে সোর্পদ দেয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বাংলানিউজকে জানান, শিরিন আক্তার মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে।

পাঠকের মতামত

কক্সবাজারে নিহত লে. তানজিমের বাবা-মায়ের হাতে ফ্ল্যাটের চাবি হস্তান্তর

নিহত লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের বাবা-মায়ের কাছে পূর্বাচলে অবস্থিত জলসিড়ি আবাসনের একটি ফ্ল্যাটের চাবি হস্তান্তর ...